অধ্যাপিকার উদ্যোগে মালদায় পালিত হল বোনফোঁটা

ভাইফোঁটা দিন, প্রচলিত ফোঁটার পাশাপাশি বোনফোঁটারও বিভিন্ন উদ্যোগ দেখা যায়। সম্মিলিতভাবে না হলেও, এককভাবে এমন উদ্যোগ নিয়েছেন অনেকেই। শুধুমাত্র ভাইয়ের কেন, বোনেদেরও দীর্ঘায়ু কামনা করা হোক – এমন ভাবনা থেকেই শুরু হয় বোনফোঁটার। নতুন এই ভাবনাকে স্বাগতও জানিয়েছেন অনেকেই। সাধারণত ভাইফোঁটার দিনই বোনফোঁটার আনন্দে মাতেন সবাই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম মালদা। ভ্রাতৃদ্বিতীয়ার পর, আজ, রাসপূর্ণিমায় বোনফোঁটায় অংশগ্রহণ করলেন প্রায় ৪০ জন।

মালদা কলেজের অতিথি অধ্যাপিকা সুদেষ্ণা মৈত্রের উদ্যোগেই আয়োজিত হয় এই অনুষ্ঠান। রাসপূর্ণিমার দিন বোনফোঁটা আয়োজন করার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে উপস্থিত হন মালদা শহরের প্রচুর মানুষ। মোকদমপুরে অনুষ্ঠিত হয় এই বোনফোঁটা। রীতিমতো পঞ্জিকা ও তিথি-নক্ষত্র মেনেই পালিত হয় এই অনুষ্ঠান।

চিরাচরিত রীতির বিপরীতে গিয়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। বোনেরাও দীর্ঘায়ু পাক, ভালো থাকুক তারাও। আশা করা যায়, ভবিষ্যতে আরও অনেকেই অচলায়তন ভেঙে এগিয়ে আসবেন এমন আয়োজনে।