দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার জার্মানিতে, সরাতে হল ২৭০০ মানুষকে!

বাড়ি তৈরি হবে, তাই কাজ চলছিল সেখানে। সব ঠিকঠাকই ছিল, হঠাৎ ঘটে গেল বিপত্তি। বিপত্তি, না অনুসন্ধান? কনস্ট্রাকশন সাইটের নিচ থেকেই পাওয়া গেল আস্ত একটা বোমা। তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের! আর তাকে নিষ্ক্রিয় করতে সরানো হল ২৭০০ মানুষকে! 

করোনার পরিস্থিতির মধ্যে এমনই ঘটনা ঘটল জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৭৫ বছর হয়ে গেল। এখনও এরকম নিদর্শন মাঝে মাঝেই মাটির ভেতর থেকে উঠে আসে। আর দেশটার নাম যদি জার্মানি হয়, তাহলে তো কথাই নেই। সেই ঘটনারই সাম্প্রতিক নিদর্শন দেখা গেল ফ্রাঙ্কফুর্টে। কনস্ট্রাকশন সাইটে কাজের সময়ই মাটির তলা থেকে বেরিয়ে আসল ৫০০ কিলোগ্রামের এক বিশাল বোমা। পরীক্ষা করে দেখা যায়, বোমাটি এখনও সক্রিয় রয়েছে! 

এমন খবর আসার সঙ্গে সঙ্গেই নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া শুরু হয়। তবে কাজটি করার আগে কোনো ঝুঁকি নেননি কর্তৃপক্ষ। আশেপাশের অঞ্চলের অন্তত ২৭০০ জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। বাস, ট্রাম বন্ধ করে দেওয়া হয়। যেন আরও একটি আংশিক লকডাউন! ইতিহাস, ভয় ও আতঙ্কের এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া কি চাট্টিখানি কথা!

Powered by Froala Editor

আরও পড়ুন
জাপানি বোমা থেকে আমেরিকান সেনার দখলদারি – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী কলকাতা বন্দরও

More From Author See More