মুম্বইয়ের আইসিইউ-তে ভর্তি অভিনেতা ইরফান খান, অবস্থা সংকটজনক

করোনার আক্রমণে জেরবার গোটা ভারত। চলছে লকডাউন; জোরকদমে চলছে চিকিৎসার কাজ। এমন সংকটের সময় সিনেপ্রেমীদের দুশ্চিন্তা বাড়িয়ে দিল আরেকটি খবর। শারীরিক অসুস্থতার জন্য লকডাউনের মাঝেই আবারও হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ইরফান খান। আপাতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।

এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় প্রথম সারিতেই নাম থাকবে ইরফানের। অনেকেই তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ। করোনার এমন পরিস্থিতিতে হঠাৎ করে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। কিন্তু কী জন্য তিনি ভর্তি হয়েছেন, অসুস্থতা কী, সেসব কিছু জানা যাচ্ছে না। আপাতত হাসপাতালে স্ত্রী, দুই পুত্র-সহ পুরো পরিবার আছে। যেহেতু করোনার সময়, তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করা হচ্ছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই ইরফানের মা সইদা বেগম মারা গেছেন। রাজস্থানের জয়পুরে তাঁর শেষকৃত্যেও যেতে পারেননি ইরফান খান। সেটা লকডাউনের জন্য, না এই শারীরিক অসুস্থতা- সেটা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইরফান খানের ক্যানসার ধরা পড়ে। নিউরোএন্ডোক্রিন টিউমার ধরা পড়ায় একটা দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য ছিলেন। তবে তাঁর রক্তে তো অভিনয়। সেটাই যে তাঁকে বাঁচিয়ে রেখেছে। ফিরে এসেই ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয়ো করেছিলেন। এখন হঠাৎ তাঁর শরীর খারাপের খবর শোরগোল ফেলেছে। অবস্থা অত্যন্ত খারাপ হওয়াতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ইরফান খান আইসিইউ-তে। এরপর কী হয়, সেটা জানতেই মুখিয়ে আছে গোটা ভারত।

Latest News See More