বিক্রি হয়ে গেল বব ডিলানের লেখা সমস্ত গানের স্বত্ব

বিক্রি হয়ে গেল বব ডিলানের সমগ্র গানের ক্যাটালগ। আশি বছর বয়সে পা দেওয়ার ঠিক আগেই নিজের লেখা সমস্ত গানের স্বত্ব ইউনিভার্সাল মিউজিক পাবলিশিংয়ের হাতে তুলে দিলেন বব ডিলান। সোমবার একটি সাংবাদিক সম্মেলনে বিবৃতিতে এই তথ্য প্রকাশ্যে আনলেন ইউনিভার্সাল মিউজিকের সিইও লুসিয়ান গ্রেনেজ।

মাত্র ২০ বছর বয়সে পা দিয়েই সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন বব ডিলান। তারপর পেরিয়ে গেছে আরও ৬ দশক। এসেছে একের পর এক চিরসবুজ গানের সারি। সব মিলিয়ে যার সংখ্যা ৬০০-রও বেশি। তার প্রায় সমস্ত গানেরই স্বত্ব কিনে নিয়েছে ইউনিভার্সাল মিউজিক। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর আ-চেঞ্জিং’, ‘ট্যাঙ্গলড আপ ইন ব্লু’, ‘নকিং অন দ্য হেভেন’স ডোর’ প্রভৃতি কালজয়ী গানও রয়েছে এই চুক্তির মধ্যে।

সাংবাদিক সম্মেলনে গ্রেনেজ উল্লেখ করেন, প্রায় অর্ধশতক আগের লেখা ডিলানের গানগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক, অনুপ্রেরণামূলক এবং উজ্জ্বল। পূর্বপ্রকাশিত গানের সঙ্গে রয়েছে অনেক অপ্রকাশিত লিরিকও, সেই ইঙ্গিতও দেন তিনি। পৃথিবীর সঙ্গীত ইতিহাসে বব ডিলানের লিরিকের সংকলনকে ‘আল্টিমেট জুয়েল’ হিসাবে অভিহিত করেন গ্রেনেজ। এইসব চিরসবুজ গানকে একত্রিত করে সংকলন করা, একজন সঙ্গীত প্রকাশকের দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করছেন তিনি।

তবে এখনও স্বত্ব বিক্রির ব্যাপারে মুখ খোলেননি স্বয়ং ডিলান। প্রকাশ্যে আনা হয়নি স্বত্ববিক্রির অর্থমূল্যের কথাও। আনুমানিক ৩০ কোটি ডলারে সাক্ষরিত হয়েছে এই চুক্তি। এমনটাই দাবি করছে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যম। উল্লেখ্য, ব্রিটিশ ব্যান্ড বিটলসের পর ডিলানের গানের অর্থমূল্যই এখনও পর্যন্ত সর্বাধিক। ২০১৬ সালে বব ডিলানের নোবেল জয়ের পর, তাঁর লেখা গানের অর্থমূল্য যে আরও বেশ খানিকটা বেড়েছে, তা না বললেও চলে।

Powered by Froala Editor

More From Author See More