মার্ভেল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির একমাত্র কালো সুপারহিরো তিনি। আফ্রিকার কাল্পনিক রাজ্য ওয়াকান্ডার রাজা তিনি। যে রাজ্যে প্রযুক্তির উন্নতি সারা পৃথিবীকে ছাড়িয়ে গিয়েছে। এভাবেই আমরা পর্দায় দেখেছি তাঁকে। মার্ভেল মাল্টিভার্সের সেই ‘ব্ল্যাক প্যান্থারে’-এর আড়ালে ছিলেন অভিনেতা শ্যাডউইক বোসম্যান। শনিবার ভোররাতে ক্যানসার কেড়ে নিল তাঁর প্রাণ। ৪৩ বছর বয়সেই সিনেমার জগৎ থেকে বিদায় নিলেন তিনি। বোসম্যানের প্রয়াণের সঙ্গে শেষ হল হলিউডের একটি অধ্যায়।
২০১৮ সালে প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে অভিনয় করেন শ্যাডউইক বোসম্যান। তিনিই ছিলেন সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্র। হলিউডের সুপার-হিরো সিরিজে সেই প্রথম কৃষ্ণাঙ্গ পরিচালক, কৃষ্ণাঙ্গ অভিনেতা – সমস্তটার মধ্যেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একধরণের প্রতিবাদ দেখা গিয়েছিল। আর এটাই প্রথম সুপার-হিরো সিনেমা, যা অস্কারের জন্যও মনোনীত হয়েছিল। এরপর একই সিরিজের অন্য তিনটি সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এও ব্ল্যাক প্যান্থারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
‘মার্শাল’ থেকে ‘দা ৫ ব্লাড’ সুপার-হিরো ছাড়াও নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন বোসম্যান। তাঁকে আমরা পেয়েছি বেসবল খেলোয়ার জ্যেকি রবিনসন এবং গায়ক জেমস ব্রাউনের চরিত্রেও। তবে সবকিছুর পরেও যেন ওয়াকান্ডার রাজা বাকি সবাইকে ম্লান করে দিয়েছেন। আর তাঁর মৃত্যুও হল সুপার-হিরোর মতোই। ৪ বছর আগেই তাঁর খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে। কিন্তু সমস্ত মাধ্যম থেকে তিনি এই কথা গোপন করে যান। কেবলমাত্র নিকটয়াত্মীয়রা ছাড়া আর কেউই একথা জানতেন না। অসংখ্য দর্শক তাঁর জন্য সহানুভূতি জানাবেন, কিন্তু কেউ কিছুই করতে পারবেন না – এমনটা তিনি চাননি। আর তাই যখন সবাই সবটা জানলেন তখন আর কিছুই করার থাকল না।
তবে প্রিয় সুপারহিরোকে যে দর্শকরা সহজে বিদায় দেওয়ার জন্য এখনও প্রস্তুত নন, সেকথা বলাই বাহুল্য। সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবরের সঙ্গে ট্রেন্ডিং হয়ে উঠেছে #WakandaForever। হয়তো আগামী সিনেমার জন্য ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অন্য কাউকে বেছে নেবে মার্ভেল। কিন্তু দর্শকের কাছে শ্যাডউইক বোসম্যানের ছবি চিরকাল অমলিন থাকবে।
আরও পড়ুন
৫০ বছরের ইতিহাসের সমাপ্তি, প্রয়াত হলেন ‘স্কুবি ডু’-র সহনির্মাতা জো রুবি
Powered by Froala Editor
আরও পড়ুন
সত্যজিতের সিনেমা বুঝতে শিখেছিলেন বাংলা, প্রয়াত ‘চিত্রবাণী’র প্রতিষ্ঠাতা ফাদার গাস্তঁ রোবের্জ