স্যানচুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার, প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী থাকল গোয়া

গোয়া বলতেই আমাদের সামনে ভেসে আসে বিস্তৃত সমুদ্র, খোলা বিচ; আর ভরপুর আনন্দ। কিন্তু এখন তো করোনার জেরে সমস্ত প্ল্যান বদলে গেছে। লকডাউনে ঘরে বসে আমরা। সব ঠিকঠাক হলে গোয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হয়ত করে ফেলেছেন কেউ কেউ। কিন্তু ইতিমধ্যে গোয়ায় হাজির হয়েছে এক ‘অতিথি’। বহাল তবিয়তে সে ঘুরে বেড়াচ্ছে। মানুষ নয়, একটি ব্ল্যাক প্যান্থার!

গোয়ার বুকে এই প্রথমবার ব্ল্যাক প্যান্থারের হদিশ পাওয়া গেল। লকডাউনের মধ্যেই নেত্রাভালি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারিতে ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। এমনিতেই নেত্রাভালি বাঘ সংরক্ষণের জন্য পরিচিত। কিন্তু সেখানেই যে ব্ল্যাক প্যান্থারের আস্তানা থাকবে, সেটা ভাবতে পারেনি কেউ। গোয়ার মুখ্যমন্ত্রী ও বন দফতরের কর্তারা টুইট করে এই খবর জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে এই ছবি। সেই সঙ্গে রয়েছে একটি ভিডিও। দেখা যাচ্ছে, স্যানচুয়ারির ভেতরেই কখনও গাছের ওপর, কখনও পুকুরের ধারে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থারটি। রীতিমতো চমকে উঠছেন সবাই। লকডাউন উঠলে কখন সামনে থেকে দেখা যাবে, তারই অপেক্ষায়।

Latest News See More