নন্দলালের ছবি কি তাঁরই, কলাভবনে ফের বিতর্ক

একসময় তাঁর হাত ধরেই তৈরি হয়েছে একের পর এক কিংবদন্তি। তিনি নিজেও ছিলেন এক মহীরুহ। নন্দলাল বসু। শুধু শান্তিনিকেতনের কলাভবন নয়, বাংলার শিল্প মানচিত্রেরও তিনি একজন স্তম্ভ। আর সেই কলাভবনেই আয়োজিত একটি প্রদর্শনীতে নন্দলাল বসু’র আঁকা কিছু ছবি নিয়ে উঠল বিতর্ক। যার জেরে সেই ছবিগুলিকে সরিয়েও দেওয়া হয়।

এই মুহূর্তে ঐতিহ্যশালী কলাভবনের শতবর্ষ উদযাপন চলছে। সেই উপলক্ষেই কলাভবনের সাত কিংবদন্তি শিল্পীর কাজ নিয়ে চলছিল বিশেষ প্রদর্শনী। নন্দলাল বসু ছাড়াও সেখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, বিনোদবিহারী মুখোপাধ্যায় প্রমুখের কাজও। ‘পিলারস অফ অ্যান আর্টস্কেপ’ শীর্ষক সেই প্রদর্শনীতে নন্দলালের ‘কাজ’গুলো কি আদৌ তাঁর সৃষ্টি? বেশ কয়েকজন গবেষক এবং অধ্যাপক এই প্রশ্ন তোলেন। আঁকার ধরন, টান, এমনকি ছবির স্বাক্ষর নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তারপরই তড়িঘড়ি সেই ছবিগুলিকে সরিয়ে দেওয়া হয়। তবে সঠিকভাবে এই ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না। গবেষকদের মতে, ছবিগুলি নন্দলালের কিনা, সেটা খুব চট করে বলা যাবে না। এছাড়াও, এই প্রদর্শনীটির কিউরেটর কে এস রাধাকৃষ্ণণ, যিনি নিজে একজন বড় শিল্পী এবং কলাভবনের প্রাক্তন ছাত্র। তিনি হয়ত ভুলবশত এই কাজ করবেন না বলে মনে করছেন অনেকে। তবে ছবিগুলো ঘিরে যে সন্দেহ থেকেই যাচ্ছে, সেটা বলাই বাহুল্য।