তিনি বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। রবীন্দ্রোত্তর যুগের বাংলা কবিতায় তাঁর স্থান আর নতুন করে বলে দিতে হয় না। তিনি, প্রয়াত বিনয় মজুমদার। এবার তাঁর বাড়িতেও হানা দিল চোর। গত ৩০ ডিসেম্বর রাতে ‘বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার’ থেকে খোয়া যায় কবি’র সাহিত্য অকাদেমি পুরস্কার। ঘটনায় স্তম্ভিত শিল্প জগত।
বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে, ৩০ তারিখ রাতেই এক বা একাধিক ব্যক্তি গ্রন্থাগারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপরই খোয়া যায় সাহিত্য অকাদেমি পুরস্কারটি। আপাতত গাইঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলুশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত এখনও চলছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ’ কাব্যগ্রন্থের জন্য বিনয় মজুমদার সাহিত্য অকাদেমি পুরস্কার পান। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারও চুরি হয়েছিল। তালিকায় এবার নতুন সংযোজন বিনয় মজুমদার।