একবিংশ শতাব্দীতে নানা ধরনের পরিবহনের আধুনিকীকরণ করা হয়েছে। মোটরবাইক, সাইকেল, বৈদ্যুতিক বাইক, স্কুটার এবং আরো অনেক কিছু। প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত ও ঐতিহ্যবাহী করে তুলেছে। তবে ফিলিপিন্সের একটি উপজাতি আধুনিককে কল্পনাপ্রসূত এক সৃজনশীল উপায়ে ঐতিহ্যবাহী করে তুলেছেন। কাঠ খোদাই করে একের পর এক বাইক তৈরি করে চলেছেন তাঁরা।
ফিলিপিন্সের ইগ্লোট-গ্যারোন নামক এক আদিবাসী উপজাতি বিশেষভাবে কাঠ খোদাইয়ের জন্য বিখ্যাত। তাঁদেরই তৈরি এই বাইকগুলি। গাছের কাঠ থেকে খোদাই করা এক একটি বাইক এক এক বিশেষত্বে ভরপুর। কাঠ থেকে তৈরি বাইকগুলির সামনের অংশগুলিও অভিনব। একটিতে ঘোড়ার মাথা তো একটিতে ড্রাগন, সিংহ বা বাঘের আকৃতির নকশা করা।
গুরুত্বপূর্ণ বিষয় এই যে এই বাইকগুলির ক্ষেত্রে নেই কোনো ব্রেক, হ্যান্ডব্রেক বা গিয়ারের ব্যবস্থা। তাই এটি চালানোর জন্য দরকার বিশেষ দক্ষতাও। বাইক নিয়ে চলাচলের সময় তারা প্রত্যেকে উজ্জ্বল লাল রঙের পোশাক ব্যবহার করে। কাঠ দিয়ে তৈরি তাদের এই বিস্ময়কর আবিষ্কার নিয়ে তাঁরা নিজেরাও যথেষ্ট গর্বিত।