ভারতের পুলিশ বা সেনাবাহিনীতে আগেও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা অংশ নিয়েছে। কিন্তু শুধু তাঁদের নিয়েই একটা আলাদা ব্যাটেলিয়ন? তাও আবার মেয়েদের? এর আগে এরকম কিছু দেখা যায়নি। এবার বিহার পুলিশের তরফ থেকে চালু করা হল আদিবাসী মহিলাদের নিয়ে বিশেষ দল। ভারত পেল দেশের প্রথম আদিবাসী মহিলা ব্যাটেলিয়নকে।
বিহার পুলিশ এই দলের নাম দিয়েছে ‘স্বাভিমান বাহিনী’। মোট ১৯৯ জন মহিলাদের নিয়ে এই দলটি ট্রেনিং শুরু করেছিল ২০১৮-এর জুলাই মাসে। কঠোর ট্রেনিংয়ের পর সম্প্রতি এই দলটি তাঁদের শেষ প্যারেড সম্পন্ন করে। মিথিলেশ স্টেডিয়ামে সম্পন্ন হয় এই কাজ। উল্লেখ্য, এই ১৯৯ জন আদিবাসী মহিলার অধিকাংশই হল থারু উপজাতির মানুষ। আপাতত স্বাভিমান বাহিনীকে বিএমপি-৫ সেক্টরে কাজ দেওয়া হবে। পশ্চিম চম্পারনের বাল্মীকিনগরে নতুন জায়গা তৈরি সম্পূর্ণ হলে এরা সবাই সেখানে চলে যাবেন।
এখন অপেক্ষা কাজে নামার। স্বাভিমান বাহিনীও যেমন তৈরি, তেমনই আশা দেখছেন তাঁদের প্রশিক্ষকরা। ডিজিপি থেকে প্যারেড কমান্ডার— সবাই অত্যন্ত গর্বিত এই মেয়েদের নিয়ে; এবং আশাবাদীও। হাজার হোক, তাঁরাই দেশের প্রথম মহিলা ট্রাইবাল বাহিনী বলে কথা! এখন কয়েকদিনের ছুটি। তারপর আবার কাজে নেমে পড়া। তাঁরাও উদগ্রীব হয়ে বসে আছেন, কাঁধে বন্দুক আর দায়িত্ব নিয়ে।