করোনায় প্রয়াত ভীমা-কোরগাঁও মামলায় অভিযুক্ত জেলবন্দি ফাদার স্ট্যান স্বামী

গত এক সপ্তাহ ধরে তাঁর জামিনের জন্য দাবি জানিয়ে এসেছেন দেশের সমস্ত প্রান্তের মানুষ। মুম্বাই হাইকোর্টে এই বিষয়ে মামলার নিষ্পত্তি হয়নি এখনও। এর মধ্যেই করোনা ভাইরাস কেড়ে নিল ফাদার স্ট্যান স্বামীর জীবন। সোমবার মুম্বাই হাইকোর্টকে এই খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।

২০১৭ সালে একটি দলিত আন্দোলনকে ঘিরে দাঙ্গা পরিস্থিতি ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রের ভীমা-কোরগাঁও অঞ্চলে। এই দাঙ্গার ঘটনার তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেপ্তার করে ফাদার স্ট্যান স্বামীকে। আন্দোলনের প্রথম সারির নেতৃত্বের মধ্যে তিনি ছিলেন একজন। ভীমা-কোরগাঁও মামলা বোধহয় সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক মামলা। নানা স্তর থেকে অভিযোগ ওঠে, দাঙ্গার সঙ্গে যুক্ত প্রকৃত ইন্ধনদাতাদের বদলে এনআইএ অভিযোগ দায়ের করে আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে। এর মধ্যে ছিলেন কবি ভারভারা রাও, ফাদার স্ট্যান স্বামীর মতো ব্যক্তিত্ব। করোনা পরিস্থিতিতে তাঁদের মুক্তির দাবি আরও জোড়ালো হয়ে ওঠে।

মুম্বাইয়ের তালোজা জেলখানায় বন্দিদের উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামোর অভাবের অভিযোগ উঠেছে বারবার। এর আগে কবি ভারভারা রাওয়ের চিকিৎসায় গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যেই মে মাসে কোভিডে আক্রান্ত হন মাওবাদী নেতা ফাদার স্ট্যান স্বামী। স্বাস্থ্যখাতে জামিনের আবেদন জানালেও তা মঞ্জুর করে না এনআইএ স্পেশাল কোর্ট। শেষ পর্যন্ত মুম্বাই হাইকোর্টের রায়ে গত ২৮ জুন তালোজা জেল থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হোলি ফ্যামিলি হাসপাতালে। কিন্তু জামিনের বিষয়টি মঞ্জুর করেনি আদালত। এমনকি আদালতের রায়ে স্পষ্ট বলা হয়, তাঁর যা শারীরিক অবস্থা তাতে তিনি বেশিদিন বাঁচবেন না। আদালতের এমন রায়কেও যথেষ্ট সমস্যাজনক বলেই মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।

শেষ পর্যন্ত সত্যিই বাঁচানো গেল না ফাদার স্ট্যান স্বামীকে। এমনিতেই পারকিনসনস ডিজিজের মতো কো-মর্বিডিটি ছিল তাঁর শরীরে। তার মধ্যে একমাসেরও বেশি সময় ধরে জেলখানার অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়েছে। উপযুক্ত চিকিৎসার সুযোগ পেলে কি সেরে উঠতেন না তিনি? ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুকে ঘিরে তাই নতুন করে প্রশ্ন তুলছেন অনেকেই।

আরও পড়ুন
অবশেষে ‘ন্যায়’ পেলেন কবি ভারভারা রাও, ৬ মাসের জামিন মঞ্জুর বোম্বে আদালতের

Powered by Froala Editor

আরও পড়ুন
জেল থেকে সাময়িক অব্যাহতি, ভগ্নস্বাস্থ্যের কারণে হাসপাতালেই কবি ভারভারা রাও

Latest News See More