বেসরকারিকরণের ঠিক আগেই চমকপ্রদ পদক্ষেপ নিল ভারত পেট্রোলিয়াম। আসামের নুমালিগড় পরিশোধনাগারের মোট ৬১.৫ শতাংশ শেয়ারের পুরোটাই বিক্রি করে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। অয়েল ইন্ডিয়া, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং আসাম সরকারের কাছে মোট ৯৮৭৬ কোটি টাকার বিনিময়ে স্বাক্ষরিত হয় এই বিক্রয় চুক্তি। যার মধ্যে সরকারের পকেটে ঢুকল ৩.২ শতাংশ অর্থ।
চলতি মাসের শুরুর দিকেই ভারত পেট্রোলিয়াম বোর্ড অসম সরকারের পাশাপাশি অয়েল ইন্ডিয়া, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার রিফাইনারি বিক্রির প্রস্তাবটি অনুমোদন করে। তবে এত তাড়াতাড়ি যে তার বাস্তবায়ন হবে, তা জানা ছিল না কারোরই।
উল্লেখ্য, ৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আরও ২৭টি সংস্থা ‘বিক্রি’ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সেই তালিকায় নাম ছিল ভারত পেট্রোলিয়ামেরও। যা আগামী দিনে ভারতের সর্ববৃহৎ বেসরকারিকরণের নমুনা হতে চলেছে। তবে সম্প্রতি বিক্রি হওয়া পরিশোধনাগারটি ভারত সরকারের শেয়ারের বহির্ভূত বলেই জানাচ্ছে বিপিসিএল কর্তৃপক্ষ।
নুমালিগড় রিফাইনারি বিক্রি হয়ে যাওয়ায় ভারত পেট্রোলিয়ামের হাতে পড়ে রইল আর মাত্র তিনটি রিফাইনারি। যথাক্রমে মুম্বাই, কোচি এবং বিনা-তে রয়েছে এই তিনটি পরিশোধনাগার। তবে উত্তর-পূর্ব ভারতের একমাত্র পরিশোধনাগারের বিক্রির প্রভাব পড়বে বিপণনেও, সে ব্যাপারেই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরণের কথা ঘোষণা করার পরেই অংশীদার কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে অ্যাপোলো গ্লোবাল, বেদান্ত গ্রুপ এবং আই-স্কোয়ার্ড ক্যাপিটালের মতো বেসরকারি সংস্থাগুলি। আশা করা হচ্ছে, আগামী অর্থবছরের মধ্যেই স্বাক্ষরিত হবে সেই চুক্তি। সরকারের কোষাগারে ঢুকবে ব্যাপক অঙ্কের টাকা। তবে সেই হাতবদলের আগেই কি ব্যবসার পরিধি ছোটো করে আনতে চাইছে ভারত পেট্রোলিয়াম? উঠছে সেই প্রশ্নই…
Powered by Froala Editor