১৫ আগস্টের মধ্যেই ভারতের বাজারে করোনার ভ্যাকসিন, জানাল আইসিএমআর-ভারত বায়োটেক

করোনা প্রতিরোধে আগেই আশার আলো দেখিয়েছিল ভারত বায়োটেক সংস্থা। তাঁদের তৈরি করা ভ্যাকসিন ‘কোভ্যাকসিন’ কাজ করছে বলে দাবি করেছিলেন তাঁরা। ড্রাগ কন্ট্রোল দফতর থেকে ছাড়পত্রও মিলেছিল। সেই সুসংবাদের রেশই আরও বাড়িয়ে দিলেন তাঁরা। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সর্বসাধারণের জন্য আগস্ট মাসেই বাজারে চলে আসবে এই ভ্যাকসিন। এমন খবরে উচ্ছ্বসিত চিকিৎসক থেকে সাধারণ মানুষ।

আইসিএমআর এবং এনআইভি’র সঙ্গে মিলিতভাবে করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা করছিল এই সংস্থা। ভারতে করোনা ভাইরাসের যে স্ট্রেইনটা প্রভাব বিস্তার করছে, সেটাকে আটকানোই তাঁদের মূল লক্ষ্য। সেই গবেষণার ফল হিসেবেই সামনে আসে ‘কোভ্যাকসিন’। প্রি ক্লিনিকাল পরীক্ষা, ড্রাগ কন্ট্রোলে পাশ করার পর হিউম্যান ট্রায়ালের মুখে দাঁড়িয়ে এটি। যে তথ্য পাওয়া যাচ্ছে ভ্যাকসিনটির সম্পর্কে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী চিকিৎসকরা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়ালের প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে। প্রশাসনের তরফে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাো নেওয়া হয়েছে।  

এরই মধ্যে আইসিএমআর এবং ভারত বায়োটেক সূত্রে খবর, সমস্ত ট্রায়াল পিরিয়ড যাওয়ার পর তাঁরা যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন বাজারে নিয়ে আসবেন। সেই পরিকল্পনা অনুযায়ী এই বছরেরই ১৫ আগস্টের মধ্যে সর্বসাধারণের জন্য কোভ্যাকসিনকে আনা হবে। এই খবরেই আশার আলো দেখছে গোটা ভারত। এরই মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনও চূড়ান্ত পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে। সেখানেও সাফল্য মিলছে বলে দাবি বিজ্ঞানীদের। সব মিলিয়ে করোনা মোকাবিলায় এদের দিকেই তাকিয়ে আছি আমরা। 

Powered by Froala Editor

Latest News See More