টাইপরাইটার বললেই ভেসে ওঠে অবিরাম ‘খট খট’ শব্দ। আর অক্ষর, সংখ্যা, চিহ্ন লেখা বিভিন্ন বোতামের ওঠা নামা। যার দৌলতে কাগজের ওপর পরিণতি পায় শব্দেরা। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে সৃজনশীল ছবি ফুটিয়ে তোলা যেতে পারে, তা ভাবাও খানিকটা দুঃসাধ্য। তবে তেমনটাই করে দেখালেন বেঙ্গালুরুর শিল্পী এ সি গুরুমূর্তি। টাইপরাইটার দিয়েই তৈরি করে ফেললেন এক গোছা পোর্ট্রেট।
শুনতে অবিশ্বাস্য লাগছে নিশ্চয়ই? এক ঝলক দেখার পরেও কাটবে না সেই অবিশ্বাস। মনে হবে এই ছবি তো গাঢ় পেনসিল কিংবা কালো কালির পেনে আঁকা। তবে আরেকটু কাছ থেকে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে ছবিটি তৈরি হয়েছে অসংখ্যা অক্ষর, সংখ্যা, যদিচিহ্ন, স্পেশাল ক্যারেকটার দিয়েই। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি এভাবেই ফুটিয়ে তুলেছেন গুরুমূর্তি।
এছাড়াও স্বাধীনতা দিবসের দিন আরও এক চমক দিয়েছিলেন গুরুমূর্তি। এঁকেছিলেন ভারতমাতার ছবি। টাইপরাইটারের মাধ্যমেই। ত্রিশূল হাতে করোনা বধ করার সেই ছবিও এক অনবদ্য সৃষ্টি।
দীর্ঘ ৫০ বছর ধরেই ব্যক্তিগত টাইপরাইটার যন্ত্রকে এভাবেই ব্যবহার করে আসছেন দক্ষিণের এই শিল্পী। তবে টাইপ করার জন্য আদর্শ যন্ত্র হলেও, টাইপরাইটারে ছবি তৈরি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ বলেই মনে করেন গুরুমূর্তি। জানান বিভিন্ন রূপরেখা, শেড অঙ্কন সবটাই নির্ভর করে আঙুলের চাপের ওপরেই। সেখানে সামান্য ভুল হলেই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে শৈলীর। তবে এই চ্যালেঞ্জটাকেই একপ্রকার ভালোবেসে ফেলেছেন গুরুমূর্তি। এখন তাঁর লক্ষ্য এই প্যাশনকে ধরেই পৌঁছে যাওয়া গিনেস বুকের পাতায়...
আরও পড়ুন
চিঠির সঙ্গে পাঠানো হবে ছবিও, পোট্রেট মিনিয়েচার আঁকতে ভারতে এসেছিলেন দুই ‘স্পেশালিস্ট’
Powered by Froala Editor
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথের বিরল ছবি ও পাণ্ডুলিপি হাজির প্রত্যেকের স্মার্টফোনে