ইতালির রাস্তায় শাড়ি পরে ফটোশ্যুট, সামাজিক মাধ্যমে ভাইরাল বাঙালি যুবক

পরনে কালো রঙের শাড়ি, তার উপরে একটি কলার তোলা কোট। মিলানের রাস্তায় এভাবেই হেঁটে যাচ্ছেন এক যুবক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে সেই ছবি। তাঁর মুখে চাপ দাড়ি, রোদচশমা। আর তার মধ্যেই রয়েছে একটি উজ্জ্বল লাল টিপ। পোশাকের বিষয়ে নারী-পুরুষের যে ভেদাভেদ এখনও রয়েছে, তাকেই ভেঙে চুরমার করে দিচ্ছেন সেই যুবক। আর তিনি একজন বাঙালি। নাম পুষ্পক সেন। দিনকয়েক আগেই ইতালির মিলান শহরের রাস্তায় এভাবে হাঁটতে হাঁটতে একটি ফটোশ্যুট করেন তিনি। তারপর সেই ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। দেখতে দেখতে ভাইরাল হয়ে ওঠে ছবিগুলি। কমেন্টবক্সেও প্রশংসা জানিয়েছেন বহু মানুষ।

২৬ বছরের পুষ্পকের জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই। তবে বর্তমানে পড়াশোনার জন্য ইতালিতে রয়েছেন তিনি। সেখানে ফ্লোরেন্স শহরে ফ্যাশান মার্কেটিং এবং কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন পুষ্পক। সেইসঙ্গে প্রচলিত ফ্যাশানের ধারনার মধ্যে মিশে থাকা লিঙ্গবৈষম্যকেও ভেঙে ফেলতে চান তিনি। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার শাড়ি পরে ছবি পোস্ট করেছেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে ইতালির কোনো ক্যাফেতে। কখনও আবার লেকের ধারে। সেইসমস্ত ছবিও যথেষ্ট প্রশংসা পেয়েছে। আর এবার তাঁকে দেখা গেল, বিশ্ব ফ্যাশানের রাজধানী মিলান শহরের রাস্তায়। তাই এবারের ছবি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।


এর আগে লিপস্টিক এবং আইলাইনার পরে ছবি পোস্ট করে ভাইরাল হয়ে উঠেছিলেন পুষ্পক। ক্যাপশনে লিখেছিলেন, লিপস্টিক পরার জন্য তাঁর মাকে অপমানিত হতে হয়েছিল। যাঁরা অপমান করেছিলেন, তাঁদের সুস্থ হয়ে ওঠার বার্তাও দিয়েছিলেন তিনি। আবারও ব্যতিক্রমী সাজপোশাকের জন্য ভাইরাল হয়ে উঠলেন তিনি। আসলে কোনো পোশাকই নির্দিষ্ট কোনো লিঙ্গ বা বর্গের হতে পারে না, এই বার্তাই দিতে চেয়েছেন পুষ্পক। সাম্প্রতিক সময়ে হ্যারি স্টাইলস, রণবীর সিং বা কে-পপ ব্যান্ড বিটিএস-এর শিল্পীরাও বারবার এগিয়ে এসেছেন সেই অচলায়তন ভাঙার কাজে। সেই তারকাদের সঙ্গেই এবার এগিয়ে এলেন পুষ্পক। এভাবেই একটু একটু করে সমাজের প্রচলিত ধারনাগুলো বদলাবে বলে বিশ্বাসী তিনি।

Powered by Froala Editor

Latest News See More