মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পারিষদে ভারতীয়দের জয়জয়কার এতদিনে রীতিমতো সংবাদে পরিণত হয়েছে। শুধু তো ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস নন। আর সেই তালিকাতেই এবার যোগ হল আরও এক ভারতীয়ের নাম। সর্বোপরি, তিনি একজন বাঙালি। বাঁকুড়ার সোনামুখী অঞ্চলের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় মনোনীত হলেন নতুন উপদেষ্টা মণ্ডলীতে।
সোহিনীর জন্ম বাঁকুড়াতেই। তবে বেড়ে ওঠা আমেরিকায়। বাবা স্বদেশ চট্টোপাধ্যায় ১৯৭৮ সালে সামান্য পুঁজি নিয়ে পাড়ি দেন আমেরিকা। সোহিনী তখন কোলের শিশু। এরপর ব্যবসায় উন্নতির পাশাপাশি আমেরিকার প্রশাসনিক মহলেও যথেষ্ট প্রভাব বিস্তার করেন স্বদেশ চট্টোপাধ্যায়। ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য ২০০১ সালে পদ্মভূষণ পান স্বদেশ চট্টোপাধ্যায়। মার্কিন প্রশাসনে সোহিনীর অভিজ্ঞতাও নতুন নয়। বারাক ওবামার সময়কালে তিনি আন্তর্জাতিক উন্নয়ন পরিষদের নীতি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আর এবার তাঁকেই জাতিপুঞ্জের মার্কিন রাষ্ট্রদূতদের পরামর্শদাতা হিসাবে বেছে নিলেন প্রেসিডেন্ট বাইডেন।
ছোট থেকেই যুক্তরাষ্ট্রে বড়ো হলেও ভারতের সঙ্গে সোহিনীর সম্পর্ক বজায় ছিল সবসময়। কর্মসূত্রে ভারত ও এশিয়ার নানা দেশে ঘুরতে হয়েছে তাঁকে। এছাড়াও কলকাতায় মাদার টেরেজার সঙ্গে জনসেবার কাজ করেছেন সোহিনী। বাঁকুড়ার পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো। বাবা স্বদেশ চট্টোপাধ্যায়ের কথায়, নিজের দেশ ও পৃথিবীর জন্য সবসময় ভালো কিছু করতে চান সোহিনী। আর নতুন দায়িত্ব পেয়ে যে সেই কাজ আরও অনেকটাই গতি পাবে, সেকথা বলাই বাহুল্য।
Powered by Froala Editor