ইতিহাস গড়লেন বঙ্গসন্তান, উম্বলডন জুনিয়রে বিজয়ী সমীর বন্দ্যোপাধ্যায়

আজ সকালেই কোপা আমেরিকা ছুঁয়ে এক নতুন ইতিহাস তৈরি করে ফেলেছেন ফুটবল রাজপুত্র লিও মেসি। তা নিয়ে বাঙালির উত্তেজনায় খামতি নেই এতটুকু। আর এই একই দিনে বিশ্বসেরা হলেন এক তরুণ বঙ্গসন্তান। সমীর বন্দ্যোপাধ্যায়। উইম্বলডন জুনিয়ার ডিভিশনে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরলেন এই সপ্রতিভ প্রবাসী বঙ্গতারকা। 

ভারত নয়, সমীর মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন উইম্বলডনে। সেমিফাইনালে ফরাসি তারকা ওয়েনবার্গকে তিন সেটেই হারিয়ে গতকাল সমীর পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। আর কাকতালীয়ভাবেই ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক মার্কিনি। ভিক্টর স্ট্রেট। তাঁকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের ট্রফি তুললেন বছর সতেরোর বঙ্গতনয়।

মাত্র ছ’বছর বয়সে টেনিস খেলায় হাতে খড়ি সমীরের। যত দিন গেছে টেনিস কোর্টে তত দাপট বেড়েছে বাঙালি কিশোরের। ২০১৯ সালে আন্তর্জাতিক টেনিসে অভিষেক হয় সমীরের। বর্তমানে আইটিএফের জুনিয়ার্স ডিভিশনেই খেলছেন তিনি। তবে বছর দুয়েকের মধ্যেই যে আন্তর্জাতিক মঞ্চে প্রথম সারিতেই নিজের জায়গা পাকা করে ফেলতে চলেছেন এই তরুণ বাঙালি তারকা— তা এক প্রকার নিশ্চিত।

এখনও পর্যন্ত তাঁর সাফল্যের হার ৭৯ শতাংশ। বিশেষত জকোভিচের মতোই ক্লে কোর্টে অপ্রতিরোধ্য সমীর। বিগত দু’বছরে ক্লে কোর্টে খেলা ৪১টি ম্যাচের মধ্যে ৩৬টিতেই জয় এনেছেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তালিকায় বর্তমানে তাঁর র‍্যাঙ্কিং ১৯। তবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জেতার পর, সেই দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন তিনি। চলে আসবেন একেবারে সামনের সারিতে। 

আরও পড়ুন
স্বপ্ন থামতে দেননি শ্রমিক দিদা, দারিদ্রকে হারিয়ে অলিম্পিকে নাতনি রেবতী

তবে চলতি বছরের শুরুটা খুব একটা ভালো হয়নি সমীরের। ফ্রেঞ্চ ওপেনের শুরুতেই ছিটকে গিয়েছিলেন তিনি। এমনকি উইম্বলডনেও বেশ কষ্টার্জিত জয় এসেছিল প্রাথমিক পর্যায়ে। তবে যত সময় এগিয়েছে ততই যেন দাপট বেড়েছে তাঁর। ক্রমশ আগুনে ফর্ম মেলে ধরেছেন সমীর। তবে আশ্চর্যের বিষয় হল, এখনও পর্যন্ত টেনিসকে পেশা হিসাবে বেছে নেননি তিনি। বরং, খেলাধুলোর পাশাপাশি সমান তালে চালিয়ে যেতে চান পড়াশোনা। বর্তমানে তিনি পাঠরত কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। টেনিস কেরিয়ারের ব্যাপারে বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করছেন সমীর। তবে ইতিমধ্যেই তাঁর এই চোখ ধাঁধাঁনো ফর্ম হৃদয় জিতে নিয়েছে বাংলা তথা গোটা দেশের মানুষের। 

আরও পড়ুন
উইম্বলডনে দাপট বাঙালি তরুণের, জুনিয়ার্সের সেমিফাইনালে সমীর বন্দ্যোপাধ্যায়

১৯৯০ সাল। শেষবারের মতো কোনো ভারতীয় রাজত্ব করেছিলেন উইম্বলডন জুনিয়র ডিভিশনে। ঘরে এনেছিলেন টেনিসজগতের অন্যতম এই ট্রফি। লিয়েন্ডার পেজ। তাঁর সঙ্গেও নাড়ির সম্পর্ক বাঙালির। তিনি যে মাইকেল মধুসূদন দত্তের বংশধর। আর তার ঠিক ৩১ বছর পর আবার যেন বাঙালির সেই গৌরবকে পুনরুদ্ধার করলেন সমীর। এ এক ঐতিহাসিক জয়ই বটে…

আরও পড়ুন
উইম্বলডন, অলিম্পিকের মঞ্চ থেকে সরে দাঁড়ালেন নাদাল; হতবাক বিশ্ব

Powered by Froala Editor