উইম্বলডনে দাপট বাঙালি তরুণের, জুনিয়ার্সের সেমিফাইনালে সমীর বন্দ্যোপাধ্যায়

বাঙালির টেনিস বলতে আখতার আলি আর জয়দীপ মুখোপাধ্যায়। কিংবা লিয়েন্ডার পেজকেও ধরা যায় দূর সম্পর্কের বাঙালি হিসাবে। কেননা তিনি মাইকেল মধুসূদনের বংশধর। এর বাইরে আন্তর্জাতিক টেনিসের মঞ্চে দেখা যায়নি আর কোনো বাঙালি তারকাকে। তবে সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল নতুন এক নাম। সমর বন্দ্যোপাধ্যায়। উইম্বলডনের কোর্টে সম্প্রতি ঝড় তুললেন এই তরুণ বাঙালি টেনিস তারকা।

তবে ভারত নয়, বছর সতেরোর সমীর প্রতিনিধিত্ব করছেন আমেরিকার। হ্যাঁ, তিনি প্রবাসী। ২০১৯ সালে আন্তর্জাতিক টেনিসে অভিষেক হয় সমীরের। বর্তমানে আইটিএফের জুনিয়ার্স ডিভিশনেই খেলছেন তিনি। তবে বছর দুয়েকের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে প্রথম সারিতেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন তরুণ বাঙালি তারকা।

গতকাল ছিল উইম্বলডন জুনিয়ার্স বিভাগের কোয়ার্টার ফাইনাল। সেখানেই অনবদ্য পারফর্মেন্স মেলে ধরলেন সমীর। ক্রোয়েশিয়ার তারকা মিলি পোলিসাককে ৬-১, ৬-১ সেটে হারিয়ে পৌঁছে গেলেন সেমি ফাইনালে। এর আগে জুনিয়ার গ্র্যান্ড স্ল্যামের অন্যতম দাবিদার ব্রাজিলের পেড্রো দিয়াজকেও দুই সেটে পরাজিত করেন সমীর। সেমিফাইনালে ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

এখনও পর্যন্ত তাঁর সাফল্যের হার ৬৯ শতাংশ। তবে ক্লে কোর্টেই বেশি ক্ষুরধার এই তরুণ বঙ্গসন্তান। ২০১৯ সাল থেকে ক্লে কোর্টে খেলা ৪১টি ম্যাচের মধ্যে ৩৬টিতেই জয় এনেছেন সমীর। তুলনামূলকভাবে সাফল্যের হার খানিকটা কম হার্ড কোর্টে। বর্তমানে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র বিভাগের র্যা ঙ্কিং-এ ১৯তম স্থান ধরে রেখেছেন সমীর। উইম্বলডনে চূড়ান্ত সাফল্য এলে আরও বেশ খানিকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর সামনে। ভারতের হয়ে না খেললেও, আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে তরুণ বাঙালি প্রতিভার দাপট নতুন করে হৃদয় জয় করে নিয়েছে বাংলার টেনিস সমর্থকদের…

আরও পড়ুন
দ্য ফ্যামিলি ম্যান-২ ও বাঙালি প্রধানমন্ত্রী : সত্য ও সম্ভাবনার দুটি দিক

তথ্যসূত্রঃ
১. উইম্বলডনে বাঙালির দাপট, জুনিয়রের শেষ চারে ১৭ বছরের প্রবাসী সমীর বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার
২. Samir Banerjee, ITF

আরও পড়ুন
সালকিয়ার মাঠ থেকে বায়ার্ন মিউনিখ, রূপকথার উড়ান বাঙালি ফুটবলারের

Powered by Froala Editor

আরও পড়ুন
সুন্দরবনের লবণাক্ত মাটিও ধান চাষের উপযোগী, ভরসা দিচ্ছেন বাঙালি গবেষকরাই

Latest News See More