প্রয়াত অনীশ দেব, শেষ হল বাঙালির কল্পবিজ্ঞানচর্চার এক অধ্যায়

তাঁর লেখা রহস্য গল্প, উপন্যাস পড়েনি এমন বাঙালি পাওয়া দুষ্কর। অনীশ দেব। কল্পবিজ্ঞান, ভৌতিক কিংবা রহস্যগল্প— বাঙালির সাহিত্যচর্চার হাতে খড়ি হয় তাঁর হাত ধরেই। এবার তিনিও হাঁটা দিলেন কল্পলোকের দিকে। বাংলা সাহিত্যজগতকে যেন আরও খানিকটা গিলে নিল কৃষ্ণগহ্বর।

দুঃসময় কাটছে না কিছুতেই। এবারও ঘাতক সেই করোনাভাইরাসই। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ধরা পড়ে, শরীরে বাসা বেঁধেছে কোভিডও। খামতি ছিল না চিকিৎসার। কিন্তু চিকিৎসা চালিয়ে যাওয়ার রসদ কই? সারা দেশজুড়েই যে হাহাকার। প্রয়োজনীয় প্লাজমা পাওয়া গেলেই হয়তো তাঁকে ফিরিয়ে আনা যেত ভেন্টিলেশন থেকে। কিন্তু সম্ভব হল না। শঙ্খ ঘোষের হাঁটা পথেই রওনা দিলেন ‘দশদিগন্ত’। বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর।

১৯৫১ সালের ২২ অক্টোবর কলকাতায় জন্ম অনীশ দেবের। বেড়ে ওঠা মহানগরীতেই। হিন্দু স্কুলে পড়াকালীন সময় থেকেই লেখালিখির সঙ্গে জড়িয়ে পড়া। বয়স তখন মাত্র ১৭ বছর। তৎকালীন জনপ্রিয় ‘মাসিক রহস্য’ পত্রিকায় প্রকাশিত হল তাঁর লেখা গল্প। তার পরেই প্রবেশ বাংলা সাহিত্যের মূল স্রোতে।

পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও ফলিত পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পড়াশোনা করেন অনীশ দেব। পেয়েছিলেন দু-দুটি স্বর্ণপদক। বিটেক, এমটেক ও পিএইচডি করার পর আবার ফিরে আসেন কলকাতাতেই। কলকাতা বিশ্ববিদ্যালয়েই শুরু করেন অধ্যাপনা। ১৯৮৩ সাল থেকে তিন দশকেরও বেশি সময় সেখানেই কাজ করেছেন লেকচারের হিসাবে। 

আরও পড়ুন
জার্মান ভাষায় রবীন্দ্র-কবিতা, পাঠোদ্ধারে সহায় শঙ্খ ঘোষ

তবে বিজ্ঞানযাপনের মধ্যেও কোনোদিনই অবহেলিত হয়নি সাহিত্যচর্চা। বরং সাহিত্যক্ষেত্রেও হাতিয়ার হয়ে উঠেছিল সেই বিজ্ঞানই। কল্পনা আর বাস্তব বিজ্ঞান মিলে মিশে গিয়েছিল তাঁর রচনীর মধ্যে। অন্য মাত্র পেয়েছিল ভৌতিক রহস্যও। ‘দেখা যায় না শোনা যায়’, ‘অশরীরী ভয়ঙ্কর’, ‘ভয়পাতাল’, ‘তেইশ ঘণ্টা ষাট মিনিট’, ‘রোমাঞ্চকর ধূমকেতু’ ,’সহজ কথায় ইন্টারনেট’, ‘অলৌকিক ও কল্পবিজ্ঞান কাহিনী’-সহ তাঁর রচিত একাধিক গ্রন্থ বাংলা সাহিত্যের মণিমাণিক্য। শুধু বাংলাতেই নয়, বিভিন্ন ইংরাজি পত্রপত্রিকাতেও প্রকাশ পেয়েছে তাঁর লেখা গল্প, প্রবন্ধ।

আরও পড়ুন
বঙ্গসমাজের শেষ আলোকবর্তিকা

বছর দুয়েক আগেই বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন অনীশ দেব। তাছাড়াও জ্ঞানচন্দ্র ঘোষ জাতীয় পুরস্কার, নরসিংগ দাস পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার-সহ একাধিক সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে। কল্পবিজ্ঞান বলতেই বাঙালির চোখের সামনে ভেসে ওঠে দুটি নাম— অদ্রীশ বর্ধন এবং অনীশ দেব। গতবছরই বিদায় জানিয়েছিলেন অদ্রীশ বর্ধন। এবার চলে গেলেন আরেক কিংবদন্তি কল্পরচয়িতাও। বাংলা সাহিত্যের একটি গোটা ধারাকেই যেন গ্রাস করে নিল প্রকাণ্ড এক শূন্যস্থান। যা পেরিয়ে ওঠা সম্ভব নয় কখনোই…

আরও পড়ুন
বাংলা সাহিত্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

Powered by Froala Editor