Powered by Froala Editor
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ক্যাবিনেটে কলকাতার অরুণ মজুমদার
১/৫
সদ্য মিটেছে রাষ্ট্রপতি নির্বাচন। সমস্ত আমেরিকা জুড়ে এখন পরিবর্তনের ঝড়। আর সেই পরিবর্তনের অংশীদার হতে চলেছেন এক বঙ্গসন্তান। কমলা হ্যারিসের পাশাপাশি, তাঁর পরিষদে থাকতে চলেছে আরও দুই ভারতীয়। তাদের মধ্যে একজন আবার বাঙালি।
২/৫
কলকাতাতেই জন্ম প্রযুক্তিবিদ অরুণ মজুমদারের। আইআইটি মুম্বাই থেকে বি.টেক. ডিগ্রি নিয়ে সুদূর বার্কলে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানি থেকেই পিএইচডি করেন। এরপর আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। বাইডেনের আগেও বারাক ওবামার সময় শক্তি দপ্তরের উপসচিবের কাজ করেছেন তিনি।
৩/৫
গুগলের অত্যাধুনিক শক্তি-প্রকল্পের মডেলও তাঁরই তৈরি। এছাড়াও সামলেছেন একাধিক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। সম্প্রতি আমেরিকার বোর্ড অফ সায়েন্সের সদস্য নির্বাচিত হয়েছেন অরুণ মজুমদার। এবার তাঁকেই নিজের দপ্তরের শক্তিসচিব হিসাবে নিযুক্ত করতে চলেছেন হবু প্রেসিডেন্ট বাইডেন।
৪/৫
মঙ্গলবার আমেরিকার দুটি দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ এবং ‘পলিটিকো’-তে প্রকাশিত হয় বাইডেনের সম্ভাব্য ক্যাবিনেট সদস্যদের নাম। আর সেখানেই দেখা গেল দুজন ভারতীয়র নাম। অরুণ মজুমদার ছাড়াও, রয়েছেন চিকিৎসক বিবেক মূর্তি। সম্প্রতি করোনা মোকাবিলায় বাইডেনের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন বিবেক। তাঁকেই এবার মানবকল্যাণ এবং স্বাস্থ্য বিভাগের ক্যাবিনেট সদস্য করতে চলেছেন বাইডেন।
৫/৫
আমেরিকার ক্যাবিনেটে দুই ভারতীয়ের উপস্থিতি ভারতীয়দের জন্য নিঃসন্দেহে খুশির খবর। এর ফলে ভারত-মার্কিন সম্পর্ক উন্নত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলেও মনে করছেন অনেকে। আর সেইসঙ্গে অরুণ মজুমদারের উপস্থিতি বাঙালিদের জন্য সত্যিই গর্বের।