দীর্ঘ দু’সপ্তাহ ধরেই যুদ্ধ চলছে ইউক্রেনে। শুধুমাত্র ইউক্রেনিয়ান নাগরিকরাই নয়, রাশিয়ার আগ্রাসনে সেখানে বিপর্যস্ত অসংখ্য ভারতীয় শিক্ষার্থীও। এমনকি সামনে এসেছে একাধিক ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনাও। দেশে অনেকে ফিরলেও, এখনও আটকে রয়েছে বহু শিক্ষার্থী। এমত অবস্থায় ভারতীয় ছাত্র-ছাত্রীদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন এক বঙ্গসন্তান। ডঃ পৃথ্বীরাজ ঘোষ (Dr. Prithwiraj Ghosh)। ছাত্রছাত্রীরা দেশে না ফেরা পর্যন্ত ইউক্রেন ছাড়ছেন না বলেই জানিয়ে দিয়েছেন চিকিৎসক তথা অধ্যাপক ডঃ ঘোষ।
কলকাতার বাসিন্দা হলেও, বিগত প্রায় দেড় দশক ধরে ইউক্রেনে অধ্যাপনা করছেন ডঃ পৃথ্বীরাজ ঘোষ। বলতে গেলে ভারতের পাশাপাশি ইউক্রেনও তাঁর দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। আর ছাত্ররা তাঁর সন্তানসম। তাই দেশে ফেরার সুযোগ প্রত্যাখ্যান করে, ছাত্রদের নিরাপত্তার জন্য ইউক্রেনে ছাড়তে নারাজ তিনি।
ইতিমধ্যেই প্রায় সাড়ে তিনশোরও বেশি শিক্ষার্থীকে কিয়েভ ও খারকিভ শহর থেকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন ডঃ ঘোষ। যার মধ্যে রয়েছে পঞ্চাশ জন বাঙালি এবং দেড়শোর বেশি ভারতীয় ছাত্রছাত্রী। বিদেশমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ২১ হাজার ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। তার মধ্যে সহস্রাধিক নাগরিক এখনও দেশে ফিরতে পারেননি। যার মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী।
তবে এই প্রথম নয়। এর আগেও এই ছাত্রছাত্রীদের কথা ভেবে একই ধরনের পদক্ষেপ নিয়েছলেন ডঃ পৃথ্বীরাজ ঘোষ। ২০১৪ সালে ইউক্রেন যুদ্ধের সময়ও কিয়েভ শহরের মাটি কামড়ে পড়েছিলেন তিনি। নিরাপদে কয়েকশো ছাত্রছাত্রীদের অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন অকুতোভয় বঙ্গসন্তান। ৮ বছর পর যেন সেই ভুলে যাওয়া জেদই নতুন করে দানা বেঁধে বসেছে তাঁর মধ্যে। অন্যদিকে তাঁকে নিয়ে চিন্তিত থাকলেও, তাঁর এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করছেন ডঃ ঘোষের পরিবার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তাঁর এই উদ্যোগ সত্যিই মানবিকতার এক দৃষ্টান্তই বটে…
আরও পড়ুন
ইউক্রেন সীমান্তে পিয়ানোবাদন, শান্তির বার্তা জার্মান সঙ্গীতশিল্পীর
Powered by Froala Editor
আরও পড়ুন
যুদ্ধের মধ্যেই মানুষের সঙ্গে বন্ধুত্বের গল্প বুনছে ইউক্রেনের সারমেয় র্যাম্বো