প্রত্যাশা ছিল পুরস্কারের। সেটা পূরণও হল আন্তর্জাতিক মঞ্চে। সম্প্রতি ঢাকায় সমাপ্ত হল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই আন্তর্জাতিক সিনেমার বিভাগে দ্বিতীয় পুরস্কার পেল কলকাতার পরিচালক সৌরভ ভদ্রের ছবি ‘বদজাত দ্য আউটকাস্ট’। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যে উচ্ছ্বসিত সকলে।
আরও পড়ুন
জাতপাতের হিংসার মধ্যেই মানুষের বেঁচে থাকা, নতুন শর্ট ফিল্মে উঠে এল ‘বদ্ জাত’দের কথা
এর আগেও কলকাতা চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছিল এই ছবিটি। এবার এনএস ইউ ফিল্ম ফেস্টিভ্যালের বেলাতেও সেটাই হয়েছিল। অনুষ্ঠানের শেষ দিন ঢাকায় পুরস্কৃত করা হল সমস্ত পুরস্কার প্রাপকদের। আন্তর্জাতিক বিভাগে প্রথম হয়েছে ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডনের সোফিয়া রোভল্টারের ছবি ‘সোয়ান কেজ’। তারপরেই স্থান পেয়েছে সৌরভ ভদ্রের এই সিনেমা। ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিল রূপকলা কেন্দ্র।
আরও পড়ুন
একটা গোটা গ্রামই প্রযোজক, ছকভাঙা এক সিনেমার গড়ে ওঠার ‘সত্যি রূপকথা’
বর্তমান সময় দাঁড়িয়ে জাতপাতের ঘটনা আমাদের সমাজ থেকে মুছে যায়নি। বরং তা এখনও আঁকড়ে বেঁধে রেখেছে আমাদের। উঁচু জাত, নিচু জাতের এই দ্বন্দের মাঝে এসে পড়েছে একজন। সে-ই ‘বদজাত’। তাঁর, এবং তাঁর মতো আরও মানুষের বাঁচার চেষ্টা, লড়াইয়ের গল্প ও সেই অন্ধকার পরিস্থিতির কথাই তুলে এনেছেন পরিচালক সৌরভ। এর আগেও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিত সাহা। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আরও নতুন পরিচালক এইরকম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোয় যাতে জায়গা করে নিতে পারেন নিজেদের সিনেমা নিয়ে, সেটারই এখন প্রত্যাশায় বাংলার সিনেপ্রেমীরা।