বিশ্বের প্রথম ১০ তরুণ বিজ্ঞানীর তালিকায় স্থান বঙ্গতনয়ার

২৯ বছরের মহাকাশবিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। বিজ্ঞানের জগতে একেবারেই নতুন মুখ। কিন্তু এর মধ্যেই তাঁর গবেষণা সাড়া ফেলে দিয়েছে। মহাকাশে এখনও অবধি যতগুলো ব্ল্যাক-হোলের সন্ধান পাওয়া গিয়েছে, তাদের নিখুঁত মানচিত্র তৈরি করেছেন তিনি। সম্প্রতি ‘সায়েন্স নিউজ’ পত্রিকা থেকে তারই স্বীকৃতি পেলেন তিনি। পৃথিবীর সেরা ১০ জন নবীন বিজ্ঞানীর তালকায় নাম উঠল এই বাঙালি তরুণীর।

বাংলাদেশের নাগরিক, ঢাকার তনিমা জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠার পিছনে সবচেয়ে বড়ো অবদান তাঁর মায়ের। তিনি গৃহবধূ হলেও মহাকাশবিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ বরাবর। আর মায়ের কাছ থেকেই ছোটোবেলায় নানা গল্প শুনতেন তনিমা। চাঁদের মাটিতে মানুষের পা রাখা বা অন্যান্য গ্রহের বর্ণনা শুনতে শুনতে তনিমা ভেসে যেতেন এক অন্য জগতে। আর তখনই ঠিক করে নিয়েছিলেন নিজের লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণের জন্যই পাড়ি দেন আমেরিকায়। ব্রায়েন মর এবং ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনার পর এখন তিনি নাসা এবং সার্নের বেশ কিছু প্রকল্পে কাজ করেন। আর ইতিমধ্যেই তাঁর গবেষণা অন্যান্য বিজ্ঞানীদের নজর কেড়েছে।

বিগত ৬ বছর ধরে তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতে এই বিশেষ তালিকা প্রস্তুত করে আসছে ‘সায়েন্স নিউজ’ পত্রিকা। এবছর সেখানেই নাম উঠল তনিমার। তাঁর তৈরি ব্ল্যাক-হোলের মানচিত্র এখনও অবধি সবচেয়ে নিখুঁত বলে উল্লেখ করেছে ‘সায়েন্স নিউজ’ পত্রিকা। আগামীদিনে তাঁর গবেষণা আরও অনেক অজানার হদিশ দেবে বলেই আশাবাদী সকলে। আর তনিমার এই সাফল্য প্রত্যেক বাঙালির কাছেই গর্বের বিষয়।

Powered by Froala Editor

Latest News See More