দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ কোটা, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে নয়া পদক্ষেপ

সিদ্ধান্ত হয়েছিল গতবছরের জুলাইতেই। কিন্তু পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শুরু করা যাচ্ছিল না এতদিন। অবশেষে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্যে শুরু হতে চলেছে ১০ শতাংশ আসন সংরক্ষণের নয়া নিয়ম।

লেডি ব্র্যাবোর্ন কলেজের উপাচার্য জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে এই নয়া নিয়ম। প্রশাসনিক ভাবে এই নির্দেশ পাঠানো হবে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে। যা স্রেফ সময়ের অপেক্ষা বলেই খবর। কারণ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। তার আগে কলেজগুলিকে এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে।

জানা গেছে, এই ইডাব্লিউএস ক্যাটেগরির সুবিধা পেতে হলে আয় হতে হবে বছরে আট লাখের নিচে। সঙ্গে পাঁচ একরের বেশি চাষযোগ্য জমি বা ১০০০ স্কোয়্যারফিটের বেশি রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে মিলবে না এই সুবিধা। সমস্ত তথ্যাদি জমা দিতে হবে কলেজগুলিকে। সঙ্গে থাকতে হবে, অন্যান্য সংরক্ষিত কোটার মতো প্রয়োজনীয় ন্যূনতম নম্বর। 

রাজ্যের শিক্ষাদপ্তরের এক আধিকারিকের কথায়, এই নিয়ম লাগু হলে জেনারেল স্টুডেন্টদের আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই। অন্যান্য কোটার মতোই ই ডাব্লিউ এস পৃথক কোটা বলেই বিবেচিত হবে। কোন ছাত্র জেনারেল বা এসসি এসটি বা ওবিসি ক্যাটেগরির মাধ্যমে নির্বাচিত হলে সে এই কোটার সুবিধার আওতায় পড়বে না। তবে কলেজগুলি চাইলে এসটি এসসি কিংবা ওবিসি ক্যাটেগরির সিট ইডাব্লিউএস কোটার অন্তর্ভুক্ত করতে পারে, যদি সংশ্লিষ্ট কোটায় পর্যাপ্ত আবেদনকারী না থাকে। 

রাজ্যের এক স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের কথায়, প্রক্রিয়াটি শুরু করতে হলে কলেজগুলিকে নির্দেশ পাঠানোর কাজ শুরু করতে হবে অবিলম্বেই। কারণ প্রবেশিকার জন্য অনেক কলেজই বাইরের এজেন্সির সাহায্য নেয়। সেই সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার জন্যে কলেজগুলির প্রয়োজন সময়। রাজ্যের তরফ থেকে এই সংক্রান্ত নির্দেশ কবে জারি হয় এখন সেটাই দেখার। 

Powered by Froala Editor

আরও পড়ুন
শিক্ষাব্যবস্থায় বড়োসড়ো রদবদল, গুরুত্ব হারাচ্ছে দশম শ্রেণীর পরীক্ষা; ফাঁক পড়বে আঞ্চলিক শিক্ষায়?

More From Author See More