১২৮ বছরের ইতিহাসে রেকর্ড বেঙ্গল কেমিক্যালের, এক দিনে উৎপাদিত ৫২ হাজার বোতল ফিনাইল

১৮৯২ সালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরেই শুরু হয়েছিল বেঙ্গল কেমিক্যালের যাত্রা। পেরিয়ে গেছে ১২০ বছর। ভারতের বাজারে এসেছে বহু দেশি, বিদেশি ফার্মাসিউটিকাল এবং কেমিক্যাল কোম্পানি। তাও ওষুধ এবং বাণিজ্যিক রাসায়নিকের ক্ষেত্রে কদর কমেনি শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠানের। তাই ১২৮ বছরে পা দিয়েও নতুন রেকর্ড তৈরি করল প্রফুল্লচন্দ্রের হাতে তৈরি এই কারখানা।

করোনার আবহে বৃদ্ধি পেয়েছে ঘন ঘন ঘর-বাড়ি-অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্ত করার প্রবণতা। ফলে ফিনাইলের চাহিদা বেড়ে গেছে বহুগুণ। আর চাহিদার সঙ্গে তাল মিলিয়েই উৎপাদনে জোর দিয়েছে বেঙ্গল কেমিক্যাল। করোনা মহামারী ছড়িয়ে পড়ার আগে যেখানে প্রতিদিন ১৫ হাজার বোতল ফিনাইল তৈরি করত এই সংস্থা। এখন সেই সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। গত রবিবারই শুধু ৫১৯৬০ বোতল ফিনাইল তৈরি হয়েছে বলে জানান বেঙ্গল কেমিক্যালের ম্যানেজার।

তিনি জানিয়েছেন আগামী অক্টোবর মাস অবধিই এই হারেই তৈরি হবে ফিনাইল। চাহিদার সামাল দিতে দিনে দুটি শিফটে এখন ঘাম ঝরাচ্ছেন কর্মীরা। বেড়েছে কারখানার আয়ও। করোনা পরিস্থিতিতে মাসিক ফিনাইলের বিক্রি থেকে অর্থাগম ৩ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.৫-৬ কোটি।

গত ২ আগস্ট বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের জন্মদিনে নতুন স্যানিটাইজার ‘বেনস্যানি’ বাজারে এনেছিল এই প্রতিষ্ঠান। সাধারণের কথা ভেবেই তার দাম রাখা হয়েছিল সাধ্যের মধ্যে। এবার ফিনাইলের এই রেকর্ড উৎপাদন যেন আরও একবার মনে করিয়ে দিল, শতক পেরিয়ে এসেও এতটুকু গুরুত্ব হারায়নি বেঙ্গল কেমিক্যাল...

আরও পড়ুন
বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজারের লেখায় মুগ্ধ রবীন্দ্রনাথ, ঘাবড়ে গেলেন প্রফুল্লচন্দ্র

Powered by Froala Editor

আরও পড়ুন
বিশ্বযুদ্ধ কিংবা মহামারী, ১২৮ বছরে বারবার ‘উদ্ধারকর্তা’ বেঙ্গল কেমিক্যালস্‌

More From Author See More