রাস্তাঘাটে ভিক্ষা চেয়ে দাঁড়ানো মানুষদের দিকে চোখ কুঁচকে তাকান অনেকেই। কেউ কেউ আবার সহানুভূতি অনুভব করেন এইসব মানুষদের জন্য। আর কিছুটা বাড়তি ভিক্ষা পাওয়ার আশায় অনেকেই গান শুনিয়ে থাকেন। কিন্তু এমন কোনো ভিক্ষাপ্রার্থীর গলাতেই যদি শোনেন কোনো ইংরেজি গান! তাও আবার নির্ভুল উচ্চারণে। ভারতবর্ষের বুকেই ঘুরে বেড়ান এমন একজন মানুষ। তাঁর নাম সানি বাবা। পাটনা শহরের রাস্তায় দেখা যায় তাঁকে। আর এই মানুষটিই সম্প্রতি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। সৌজন্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও।
সোমবার রাতে বন্দনা জয়রাজন নামের এক মহিলা ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। দুমিনিটের কিছু বেশি দৈর্ঘ্যের এই ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধ মানুষকে। প্রশ্নকর্তার উত্তরে তিনি পরিষ্কার ইংরেজিতে জানান, তিনি ভিক্ষা করেন। পরমেশ্বর তাঁর জন্য যা বন্দোবস্ত করেন, তাতেই দিন চলে যায় তাঁর। তবে নিজেকে একজন সিঙ্গার ও ডান্সার বলেই পরিচয় দিয়েছেন সানি বাবা। আর তারপরেই খালি গলায় পরিবেশন করেন আমেরিকান শিল্পী জিম রিভসের বিখ্যাত গান 'হি উইল হ্যাভ টু গো'।
ট্যুইটারে এই ভিডিও প্রকাশ পেতেই বহু মানুষের নজরে পড়ে সেটি। সানি বাবার গানের গলা মুগ্ধ করেছে অনেককেই। সেকথা জানান তাঁরা আর সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাঁর নির্ভুল ইংরেজি উচ্চারণ। আমাদের স্বাভাবিক অভ্যাসে এমন ঘটনা যে সচরাচর দেখা যায় না। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৬০০০ নেটিজেনদের নজরে পড়ে এই ভিডিওটি। অন্যান্য সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
মাদের চারিদিকে এমন কত আশ্চর্য মানুষ ছড়িয়ে আছেন, আমরা তার কতটুকুই বা খোঁজ রাখি। যে ভক্তি আন্দোলনের স্রোতে একসময় এদেশের লক্ষ লক্ষ মানুষ বিষয়-আসয় ত্যাগ করেছিলেন, সেই চোরা স্রোত যে এখনও চলছে এদেশের বুকে। তাই রাস্তাঘাটে ভিক্ষাপ্রার্থীদের দিকে অবজ্ঞা বা অনুশোচনার দৃষ্টিতে তাকানোর আগে হয়তো এরপর একটু থমকে দাঁড়াতে হবে। পরমেশ্বরের বন্দোবস্তেই দিন চলে যাবে, এই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছেন সানি বাবা।