উন্নত হয়েছে বিজ্ঞান। মানুষ এখন মঙ্গলে পাড়ি দেওয়ার কথা ভাবে। কিন্তু বিজ্ঞানকে উন্নত করতে গিয়ে কম ক্ষতি হয় না প্রকৃতির। সম্প্রতি লুনারেস রিসার্চ সেন্টারের দু’সপ্তাহ ব্যাপী গবেষণায় উঠে এল এমনই এক চমকপ্রদ তথ্য।
পিলা এবং পোল্যান্ডে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানান, গবেষণার কারণেই প্রতি চারদিনে ১০০০-১২০০ মৌমাছি মারা যাচ্ছে। এমনকি, পাল্টাচ্ছে মৌমাছিদের গতিবিধি ও আচরণও। মঙ্গল গ্রহে মৌমাছিরা পরাগযোগ করে মধু তৈরি করতে সক্ষম হবে কিনা, তা নিয়েই চলছে এই গবেষণা।
প্রায় ৯০০০০ মৌমাছিকে একত্রিত করে এই গবেষণা শুরু হয়েছে। কিন্তু লক্ষ্য করা গেছে, মৌমাছিরা বদ্ধ জায়গায় ঠিক সুবিধে করে উঠতে পারছে না। এমনকি, তারা মধু তৈরির পদ্ধতিতে না গিয়ে বদ্ধ জায়গাটির আলোর সামনে জড়ো হচ্ছে বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন।
মৌমাছি ছাড়া পরাগযোগ সম্ভব নয়, আর পরাগযোগ না হলে কোনো গ্রহেই কোনো উন্নতি সম্ভব নয়। সে পৃথিবী হোক আর মঙ্গল। তবে বিজ্ঞানীর উন্নতি সাধনে মৌমাছির মৃত্যু প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যাঘাত ঘটাবে বলে মনে করছেন অনেকেই।