পৃথিবীতে প্রতি মুহূর্তে কতই না বিস্ময়কর ঘটনা ঘটে। প্রকৃতিকে ভালোবাসা মানে জগতের অতি ক্ষুদ্র প্রাণীদেরও এই গ্রহের বাসযোগ্য করে তোলা। তেমনই একজন প্রকৃতিপ্রেমী মানুষ হলেন বিখ্যাত পতঙ্গবিদ নরম্যান গ্যারি। মৌমাছিকে কখনও ক্ল্যারিনেট বাজিয়ে বা ফেরোমেনের মাধ্যমে তিনি নিজের কাছে আকর্ষিত করে বারবার চমকে দিয়েছেন নরম্যান। সম্প্রতি একটি ছবিতে সেই চমক বেড়ে গিয়েছে আরও।
কয়েকদিন আগে ন্যাট জিও একটি ছবি প্রকাশ করে, যে ছবিতে নরম্যানকে দেখা যায় দাড়িভর্তি মৌমাছি নিয়ে। চিবুকে এক ধরণের ফেরোমেন মেখেই এমন আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি।
মূলত পতঙ্গদের নিয়ে নানা গবেষণায় নিজেকে নিযুক্ত রেখেছেন নর্ম্যান। কিন্তু মৌমাছিকে নিজের কাছে আকর্ষিত করার এমন ঘটনা বিরল। সাধারণত, কমবেশি সকলেই মৌমাছির কাছ থেকে শত হস্ত দূরে থাকেন। কিন্তু ব্যতিক্রম এই প্রকৃতিপ্রেমী। ফেরোমেনের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই তাঁর দাড়ি ভর্তি হয়ে যায় মৌমাছিতে। দেখে মনে হবে, মৌমাছি যেন তাঁর দাড়িতে চাক বানিয়েছে।
কোনো বিপদের তোয়াক্কা না করেই এমন দুঃসাহসিক ঘটনা ঘটালেন নর্ম্যান। অথচ মৌমাছির দল তাঁর গালে হুলও ফোটায়নি। ভালোবাসলে এভাবেই বোধহয় সব ভালো হয়ে যায়…