রাস্তা থেকে সরিয়ে ফেলা হল বৈদ্যুতিক তার ও খুঁটি, অভিনব উদ্যোগ সিলেটে

বিদ্যুতের খুঁটি থেকে বিপজ্জনকভাবে ঝুলে আছে তার। রাস্তায় যেতে আসতে এমন দৃশ্য আমরা কমবেশি সকলেই দেখেছি। এবার সেই দৃশ্যই পুরোপুরি মুছে ফেলেছে সিলেট। বাংলাদেশের প্রথম ঝুলে থাকা তার এবং বৈদ্যুতিক খুঁটিবিহীন শহরের তকমা পেল এই শহর।

রাস্তার পাশেই জঞ্জালের মতো থাকা এই তার দৃশ্যদূষণ তো করছেই, সেই সঙ্গে এটি অত্যন্ত বিপজ্জনকও বটে। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে সিলেট। প্রশাসনের ডিজিটাল স্মার্ট প্রকল্পের অধীনেই এই কাজ করা হয়েছে। সমস্ত বৈদ্যুতিক তারকে মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, সমস্ত বৈদ্যুতিক খুঁটিও সরিয়ে ফেলা হয়েছে। আপাতত প্রাথমিকভাবে সিলেটের দরগা গেট এলাকায় এই কাজ করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য জায়গাতেও করা হবে।

তবে বৈদ্যুতিক তার আর খুঁটির জঞ্জাল থেকে মুক্ত হয়ে জায়গাটির ভোল একদম পাল্টে গেছে বলেই মনে করছেন বাসিন্দারা। এই পরিকল্পনাকে সাদরে গ্রহণ করছেন তাঁরাও।

Latest News See More