রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করলেই পাওয়া যাবে পুলি-পিঠে, সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ

ঝুঁকির রাস্তা পারাপার এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। সেইসঙ্গে যুক্ত হয়েছে গাড়ি দুর্ঘটনা। রাস্তাঘাটে চলাই এখন শঙ্কার। কিন্তু এতে আমাদের দায়িত্বও কি এড়ানো যায়? অনেক সময়ই আমরা নিজেরা সচেতন হই না। যার জন্য ঘটে যায় বিপদ। একটা মানুষ নয়, অসহায় হয়ে পড়ে একটা পরিবারও।
এই জিনিস যাতে কমানো যায়, তারই উদ্যোগ নিল বাংলাদেশের বিদ্যানন্দ ফাউন্ডেশন। ওভারব্রিজ ব্যবহার করলে, বা সচেতনভাবে আইন মেনে চললে অভিনব উপহার দেওয়া হবে তাদের তরফ থেকে। জানেন, কী সেই উপহার?

ধীরে ধীরে শীতের আমেজও পড়া শুরু হয়ে গেছে। আর শীত মানেই বাঙালিদের কাছে পিঠে পুলি আর নতুন গুড়ের সন্দেশের মরসুম। সেই আমেজটাকেই এবার সামাজিক সচেতনতার সঙ্গে জুড়লেন সংস্থার স্বেচ্ছাসেবীরা। ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে, ওভারব্রিজ ব্যবহার করলেই উপহার পাওয়া যাবে এই পিঠে, পুলি, সন্দেশ। খাদ্য আর সচেতনতার এমন অভিনব সহাবস্থান সত্যিই নজর কাড়ে। তবে কর্তৃপক্ষ এটাও বলেছেন, এইসব সুরক্ষিতভাবে রাস্তা পেরনোর কোনও পুরস্কার নয়। তাঁরা নিজেদের মতো করে সচেতনতা বাড়ানোর জন্য এই কর্মকাণ্ডটি করছেন।
তবে যাই হোক, সচেতনতার সঙ্গে এই বাঙালির চিরন্তন পুলি-পিঠে জোড়ার এই ভাবনা যে সত্যিই অভিনব, তাতে কোনো সন্দেহ আছে কি?