অবশেষে কলকাতার মোহরকুঞ্জে শুরু হল এবছরের বাংলাদেশ বইমেলা। গত শুক্রবার, ১ নভেম্বর এই মেলার উদ্বোধন হয়। দশদিন ব্যাপী এই মেলা এইবার তার নবম বর্ষে পদার্পণ করল।
২০১৭ থেকে মোহরকুঞ্জে অনুষ্ঠিত হওয়া এই মেলার প্রধান উদ্দেশ্যই হল দুই বাংলার সাহিত্যের যোগাযোগকে আরও সুদৃঢ় করা। উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের বই, বিশেষ করে সাম্প্রতিক সময়ের কবি, লেখকরা যাতে আরও ভালভাবে এখানে ছড়িয়ে পড়তে পারেন, সেই দিকটাই প্রাথমিক লক্ষ্য। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এইবছর ৮০ টি প্রকাশনা তাদের বইয়ের ডালি নিয়ে হাজির হয়েছেন মোহরকুঞ্জে। প্রতিদিন ২টো থেকে ৮টা এবং শনি-রবিবার ২টো থেকে ৮.৩০টা পর্যন্ত মেলা চলবে।
প্রসঙ্গত, সামনের বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে ২০২০-তে বিশেষ কিছু আয়োজন থাকবে বলে জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। তবে কী সেই আয়োজন, সেটা জানতে গেলে আর একটি বছরের অপেক্ষা করতে হবে আপনাকে। তার আগে, কাঁটাতার মুছে ফেলে একবার মোহরকুঞ্জে ঘুরেই আসুন বাংলাদেশ বইমেলায়।