'হিউম্যান স্কিনটোন কালার' এই নামে একসময় একটিই রং পরিচিত ছিল। যে রঙ ঔপনিবেশিক শাসকের সাদা চামড়ার রং। পরবর্তীকালে অবশ্য তাতে আরও পাঁচটি রং যুক্ত হয়। কিন্তু মেকাপ কিট থেকে শুরু করে সান রে প্রোটেক্টর, সমস্ত বাণিজ্যিক দ্রব্যেই এখনও সেই একটি রঙের আধিপত্য। এমনকি বাজারচলতি ব্যান্ডেজেও দেখতে পাই সেই একটিই রং। তবে এবার এই ব্যবস্থার পরিবর্তন আনতে চলেছে বিশ্বের বৃহত্তম ব্যান্ডেজ প্রস্তুতকারক সংস্থা ব্যান্ড-এইড। কম্পানির ওয়েবসাইটে সাম্প্রতিক ঘোষণায় তেমনটাই জানানো হয়েছে।
আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যার পরবর্তী প্রতিবাদ আন্দোলনের পাশে অন্য অনেক সংস্থার মতোই দাঁড়িয়েছে ব্যান্ড-এইড। আর এই আন্দোলনের সংহতিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ঘোষণায়। পৃথিবীর সমস্ত মানুষের চামড়ার রঙকে স্বীকৃতি দিতে এবার তারা আরও পাঁচটি রঙের ব্যান্ডেজ এবং কাইনেসিওলোজি টেপ বাজারে আনতে চলেছে। অবশ্য এমন উদ্যোগ এই প্রথম নয়। ২০১৪ সালেই বিভিন্ন রঙের ব্যান্ডেজ বাজারে নিয়ে আসে ট্রু-কালার কম্পানি। ২০১৮ সাল নাগাদ তাদের উৎপাদন বেশ জনপ্রিয়তাও লাভ করে। কিন্তু বর্তমানে একটি চলমান আন্দোলনের পাশে দাঁড়িয়ে ব্যান্ড-এইড কম্পানির এই উদ্যোগ বিশেষ উল্লেখের দাবি রাখে বলে মনে করছেন অনেকেই।
শুধুই ব্যান্ডেজের রঙে বৈচিত্র্যই নয়, পাশাপাশি আন্দোলনকারীদের জন্য অর্থ সাহায্যের ঘোষণাও করেছে ব্যান্ড-এইড কম্পানি। সেইসঙ্গে জানিয়েছে, এটুকু কেবল প্রাথমিক পদক্ষেপ। আগামী দিনে আন্দোলনের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকতে চায় তারা। এভাবেই একদিন পৃথিবী থেকে বর্ণবিদ্বেষী মানসিকতাকে উৎখাত করা যাবে বলে আশাবাদী ব্যান্ড-এইড কর্তৃপক্ষ। আর সেইদিন কাউকে তাঁর চামড়ার রঙের জন্য প্রাণ হারাতে হবে না অথবা বিদ্রুপের মুখোমুখি হতে হবে না। সমস্ত মানুষেরই সম্মান এবং আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে। আর সেই অধিকার সুনিশ্চিত করার সময় এবার এসে গিয়েছে।
Powered by Froala Editor