ধরুন ঘুরতে গেছেন দূরে কোথাও। ফোনে টাওয়ার নেই। কল বা মেসেজও করতে পারছেন না। বেড়াতে গিয়ে তাও মেনে নেওয়া যায় এসব। কিন্তু আপনার নিজের এলাকাতেই যদি দুর্বল থাকে সিগন্যাল? কী করবেন এমন পরিস্থিতিতে, ভেবে দেখেছেন কখনও? এর সমাধান কিন্তু বের করে ফেলেছেন অন্ধপ্রদেশের ধামানাপল্লির মানুষেরা। ফোনের নেটওয়ার্ক পেতে তাঁরা ব্যবহার করছেন অভিনব বাঁশের টাওয়ার।
এর আগে ধামানাপল্লির গ্রামবাসীদের ফোন করতে ছুটে যেতে হত প্রতিবেশী গ্রামে। কিন্তু এখন নিজেদের গ্রামেরই যে-সমস্ত জায়গায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, সেখানে বাঁশ পুতে রাখা হয়েছে। যাতে পরবর্তীতে সেখানে ফোন রেখে নেট ব্যবহার করা যেতে পারে।
বাঁশ পোতা হয়েছে অনেকটা ফোন রাখার স্ট্যান্ডের মতো করে। একটু নড়াচড়া করলেই টাওয়ার চলে যাবে, এমনই করুণ অবস্থা সেখানে। তবে গেলেই যে ফোন রাখতে পারবেন তা নয়, সেখানে পড়ে লম্বা লাইন। এই মূহুর্তে গ্রামটিতে সাতটি এমন টাওয়ার বানানো হয়েছে।
আদিম যুগ থেকেই মানুষ প্রতিকূল পরিস্থিতিতে নিজের সুবিধের জন্য আবিষ্কার করেছে নানা উপায়। এ যেন তারই প্রতিফলন। তবে কতদিন এভাবে জোড়াতালি দিয়ে নেটওয়ার্ক ধরবেন তাঁরা, তা সত্যিই চিন্তার বিষয়।