মহামারীর দোসর হয়ে বিশ্বজুড়ে হাজির অর্থনৈতিক অচলাবস্থা। আর তার শিকার প্রতিটা ব্যবসায়িক ক্ষেত্রই। এই সময় বিকল্প পেশার অনুসন্ধান করতে হয়েছে অনেককেই। এমনকি, একসময়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’-র পরিচালককেও বেছে নিতে হয়েছে সবজি বিক্রেতার পেশা।
রামবৃক্ষ গৌর, নামটির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত। তাঁর পরিচালনায় সমস্ত দেশের মন জয় করে নিয়েছিল ধারাবাহিক ‘বালিকা বধূ’। কিন্তু তাঁকেই সম্প্রতি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় সবজি নিয়ে বসে থাকতে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ছেন, একটি সিনেমার রেকির জন্য তাঁকে আজমগড় যেতে হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে আর সেখান থেকে ফিরতে পারেননি। ওদিকে মহামারীর কারণে সিনেমার সমস্ত কাজ বন্ধ করে দেয় প্রযোজক। ফলে সেই অপরিচিত জায়গাতেই বিকল্প জীবিকার খোঁজ করতে হয় তাঁকে।
ছোটবেলায় নিজের বাবাকে সবজি বিক্রি করতে দেখেছেন রামবৃক্ষ। তাই বিকল্প জীবিকার কথা ভাবতে গিয়েই প্রথমেই তাঁর মাথায় আসে এই ব্যবসাটাই। এর সঙ্গে যে তিনি ছোটো থেকেই পরিচিত। তাছাড়া মহামারী পরিস্থিতিতেও অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে সবজির বিক্রি তো চালু থেকেছেই। রোজগার অবশ্য কমেছে অনেকটাই। কিন্তু তাতে দুঃখিত নন রামবৃক্ষ। তাঁর কথায়, যে কাজটা তিনি পারেন সেটাই করছেন।
আনলক পর্যায়েও মুম্বাই ফিরে যাননি তিনি। ফিরে গেলেও তো কোনো কাজ পাবেন না। আর চেনা শহরে তাঁকে সবজি বিক্রেতা হিসাবেও হয়তো গ্রহণ করবেন না মানুষ। ২০০২ সালে মুম্বাই গিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে লাইটের কাজ দিয়ে শুরু। তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ক্রমশ পরিচালক হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। সেই কঠিন জীবনেই অপ্রত্যাশিতভাবে এসে গেল আরও এক কঠিন অধ্যায়। তবু এখনও আশাহত নন রামবৃক্ষ গৌর। তিনি জানেন আবার একদিন সব ঠিক হয়ে যাবে। আবার মুম্বাই শহরে গিয়ে কোনো সিনেমা বা সিরিয়ালের কাজ শুরু করবেন তিনি। প্রত্যেকেই তো তাকিয়ে আছেন সেই দিনের অপেক্ষায়।
আরও পড়ুন
অর্থাভাবে ফুটপাতে সবজি বিক্রি করছেন মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার!
Powered by Froala Editor
আরও পড়ুন
লকডাউনে হারিয়েছে চাকরি, পেটের জ্বালায় নিজের সন্তানকে বিক্রির পথে বাবা!