চুলের কদর কে না করে! অভিনেতা থেকে ফুটবলারদের চুলের স্টাইল চিরকালই টিনএজারদের আলোচনার বিষয়। চুলের সৌন্দর্যকে মানুষ বরাবর গুরুত্ব দিয়ে এসেছে। অথচ চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া চিরকালই মানুষের একটি বড় সমস্যা। আর মানুষের বর্তমান সমস্যাগুলো তুলে ধরে বলিউডে সিনেমা বানানোর ট্রেন্ড বেশ কিছু বছর ধরেই চলছে।
সম্প্রতি আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার ও ইয়ামি গৌতম অভিনীত 'বালা' সিনেমাটি মুক্তি পেতে চলেছে পেক্ষাগৃহে। অমর কৌশিকের পরিচালনায় আগামী ৭ই নভেম্বর এই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমার ট্রেলার থেকে বোঝা যায় যে এটি মূলত একটি ছেলের চুল পড়ে যাওয়ার সমস্যাকে তুলে ধরেছে। মাথায় টাক পড়ে গেলে বা কমবয়সে চুল পাতলা হয়ে গেলে একটি ছেলের জীবনে কী কী সমস্যা আসতে পারে তা নিয়েই এ-মজার সিনেমাটি বানানো হয়েছে।
চমক এখানেই শেষ নয়, প্রায় একই রকম চিত্রনাট্য নিয়ে অভিষেক পাঠক পরিচালিত 'উজড়া চমন' ছবিটিও মুক্তি পেতে চলেছে আগামী ৮ই নভেম্বর। এই সিনেমাটির ট্রেলারও প্রায় একই রকম সামাজিক বার্তা বহন করে। একটি মাঝবয়সী পুরুষের টাক পড়ে গেলে সে পরিবার থেকে প্রেম, চাকরি এমনকি নিজের পাড়াতেও অপমানিত হয়। এ ধরণের সমস্যাগুলি যে শুধুমাত্র তাদের অসুবিধে তৈরি করে তা নয়, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়।
মাত্র এক দিনের ব্যবধানে একই রকম চিত্রনাট্য নিয়ে সিনেমা মুক্তির ঘটনা বলিউডে নজিরবিহীন। পরিচালক ও চিত্রনাট্যকার আলাদা হয়েও একই সিনেমা বানানোর এই ঘটনা সত্যিই কি কাকতালীয়? তবে দুটো সিনেমার ট্রেলারই মুক্তি পাওয়ার পর দর্শকদের মনে আলোড়ন ফেলেছে। কারণ দর্শকাসনে উপস্থিত বহু মানুষই নিজেদেরকে এই চরিত্রের সঙ্গে মেলাতে পারবেন।
শেষ কয়েক বছরে আয়ুষ্মান খুরানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে দারুণ সফল হয়েছেন। তাঁর অভিনয়ের দক্ষতা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। তাই তাঁর মত ভার্সেটাইল অভিনেতার কাছ থেকে স্বভাবতই প্রত্যাশা বেশি। কিন্তু প্রায় একই ধারার সিনেমা 'উজড়া চমন' দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার।
Powered by Froala Editor