বিষ খাইয়ে মা’কে মেরে ফেলেছে মানুষ, ডেকে তোলার চেষ্টা শিশু হাতির

শুধুই কি মানুষই পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে বাঁচে? পরিবারের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের প্রতি আত্মিক সংযোগ কি মানুষ একাই অনুভব করে? না। মানুষের চেয়ে জীবজন্তুদের সংবেদনশীলতা কোনো অংশেই কম নয়।

হাতিরাও তাদের পরিবার বা দলের প্রতি যথেষ্ট সংবেদনশীল। এমনকি ওপর সঙ্গীর মৃত্যুতে তারা শোক প্রকাশও করে। কেবল ভারতই নয় সমগ্র পৃথিবী জুড়েই চলছে বন্যপ্রাণী হত্যার ধ্বংসলীলা। শ্রীলঙ্কার একটি গ্রামে একটি মা হাতিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে কিছু গ্রামবাসী। মা হারা শিশু হাতিটি মাকে ডেকে তোলার প্রায় সব রকম চেষ্টা করেছে। অবুঝ, অবলা জীবটি বুঝতে পারছে না কিছু ঘৃণ্য প্রাণীই তার মাকে অনেক আগেই মেরে ফেলেছে।

https://www.youtube.com/watch?v=tzqTlDPJwGw

শুধু একটি হাতিই নয়, সাত-সাতটি হাতিকে মেরে ফেলেছে গ্রামবাসীরা। এদের মধ্যে চারটি হাতিই পাওয়া গেছে ইউনেস্কো ঘোষিত হেরিটেজ সাইট সিগিরিয়া সংরক্ষণ কেন্দ্রে। প্রাণীগুলোর অপরাধ, খামারে ঢুকে তারা শস্য লণ্ডভণ্ড করেছিল। এদের মধ্যে একটি হাতি ছিল অন্তঃসত্ত্বা।

শিশু হাতিটির তার মৃত মাকে ডেকে তোলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অপরাধীদের শাস্তি এখনও হয়নি।