অন্তঃসত্ত্বা মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ছড়িয়ে গেল করোনা ভাইরাসের অ্যান্টিবডিও। হ্যাঁ, কোভিড-প্রতিষেধক নিয়েই জন্ম নিল সাউথ ফ্লোরিডার শিশু। সম্ভবত সারা পৃথিবীতেই এই প্রথম। আর এই ঘটনায় আবারও প্রমাণ হয়ে গেল কোভিড-বিরোধী মডার্না ভ্যাকসিনের নিরাপদ চরিত্র। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকদের একটি দল শিশুটির স্বাস্থ্যপরীক্ষা সংক্রান্ত রিপোর্ট বেশ কিছু বিজ্ঞান বিষয়ক পত্রিকায় পাঠিয়েও দিয়েছে। তবে প্রাথমিক পিয়ার রিভিউর পরেই সেই রিপোর্ট প্রকাশিত হবে।
সাউথ ফ্লোরিডায় যখন ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়, তখন ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে টিকা নিতে বারণ করেছিলেন সবাই। কিন্তু তিনি নিজে পিছিয়ে যাননি। বলেছিলেন, পরীক্ষা যদি করতেই হয় তবে সাধারণ মানুষের উপর না করে স্বাস্থ্যকর্মীদের উপরেই করা উচিৎ। শেষ পর্যন্ত টিকা নিলেন। এবং মার্চ মাসে প্রসবের আগে পর্যন্ত ছিলেন চিকিৎসকদের তত্ত্বাবধানেই। অবশ্য চিন্তার কোনো কারণই খুঁজে পাননি চিকিৎসকরা। সঠিক সময়ে সন্তান ভূমিষ্ঠও হয়েছে। তার শরীরেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
তবে মূল চিন্তার বিষয় ছিল, অন্তঃসত্ত্বা মায়ের উপর প্রতিষেধক প্রয়োগ করলে তা সন্তানের শরীরে প্রবেশ করবে কিনা। চিকিৎসকরা শেষ পর্যন্ত শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিন্ত হলেন। অন্তত মডার্না ভ্যাকসিন প্রসবকালেও সম্পূর্ণ কার্যকরী। আর তা শিশুসন্তানের শরীরেও প্রবেশ করতে পারে। কোনো শিশু যদি কোভিড-বিরোধী অ্যান্টিবডি নিয়েই জন্মায় তাহলে আর ভবিষ্যতে সংক্রমিত হওয়ার ভয়ও থাকে না। অবশ্য আরও গভীরে পরীক্ষা না করে ছাড়পত্র দিতে রাজি নন চিকিৎসকদের অনেকেই।
ইতিমধ্যে ম্যাসাচুসেট জেনারেল হাসপাতালে শুরু হয়ে গিয়েছে আরও বড়ো স্তরের পরীক্ষা। সেখানে ১৩১ জন মহিলার উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তাঁদের কেউ অন্তঃসত্ত্বা। কেউ আবার সন্তানকে এখনও দুধ পান করান। কোন কোন উপায়ে শিশুর শরীরে ভ্যাকসিন পৌঁছে যেতে পারে, তার সবটাই পরীক্ষা করা হবে। আর এই প্রক্রিয়ায় সাফল্য পাওয়া গেলে করোনার মতো ভয়ঙ্কর সংক্রামক রোগও যে কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে, তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন
বাড়ছে বাল্যবিবাহ, সংকটে করোনাকালীন পৃথিবী
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনা আটকাতে পারে না ভিটামিন ডি, জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা