২০১৮ সাল। দিনটা ছিল ৬ সেপ্টেম্বর। সেদিন ভারতের আকাশজুড়ে উড়েছিল সাতরঙা পতাকা। দীর্ঘদিনের আন্দোলনে ‘জয়’-এর পর রাস্তায় নেমেছিলেন গোটা দেশের প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষেরা। হ্যাঁ, সেদিনই ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল ঔপনিবেশিক ৩৭৭ ধারা। এবার এই বিশেষ দিনটিকে মনে রেখেই আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল অ্যাক্সিস ব্যাঙ্ক। গতকাল এলজিবিটি সম্প্রদায়ের কর্মী এবং গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন প্রকল্প প্রকাশ করল ভারতের অন্যতম বেসরকারি ব্যাঙ্কটি।
৩৭৭ ধারা লুপ্তির পর পেরিয়ে গেছে ৩টি বছর। সমকামিতা অপরাধ না হলেও, তা নিয়ে রয়েই গেছে মধ্যযুগীয় চিন্তাধারা। তাছাড়াও কতটাই বা অধিকার পেয়েছেন সমকামী দম্পতিরা? আজও সমকামী যুগলের বিবাহের স্বীকৃতি নিয়ে লড়াই চলছে আদালতে। তা সত্ত্বেও সমকামী যুগল এবং এলজিবিটি সম্প্রদায়ের যে কোনো মানুষ এবার জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কে। এমনকি জীবনসঙ্গীর নাম রাখা যাবে নমিনি হিসাবেও। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন অ্যাক্সিস ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর রাজেশ দাহিয়া।
রাজেশ দাহিয়া জানান, সমাজের লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভাঙতেই এই সিদ্ধান্ত। সমকামিতা ভারতীয় সংস্কৃতি ও বৈচিত্রেরই একটি অংশ, সেই বিষয়টাতেই বিশেষভাবে জোর দেন তিনি। তবে শুধু এলজিবিটি সম্প্রদায়ের গ্রাহকদের জন্য জয়েন্ট অ্যাকাউন্টই নয়, পাশাপাশি কর্মীদের জন্যও একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ‘কাম অ্যাস ইউ আর’ প্রকল্পের মধ্যেই রয়েছে কর্মীদের জন্য বিশেষ জীবনবিমার ব্যবস্থা। যার সুবিধা পাবেন কর্মীদের এলজিবিটি জনগোষ্ঠীর জীবনসঙ্গীরাও। এতদিন পর্যন্ত সমকামী বিবাহের সরকারি স্বীকৃতি না পাওয়ার দরুণ বিমার সুবিধা থেকে বঞ্চিত হতেন সমাজের সমস্ত প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষরা। এবার সেই যুগেরও অবসান হল অ্যাক্সিস ব্যাঙ্কের হাত ধরে। তাছাড়াও কর্মীদের পোশাক, ব্যক্তিগত স্বাধীনতা, পৃথক রেস্টরুমেরও বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি।
অ্যাক্সিস ব্যাঙ্কের এই সিদ্ধান্ত এক কথায় ঐতিহাসিকই বটে। আগামী ২০ সেপ্টেম্বর থেকেই নতুন সমস্ত সুযোগ-সুবিধা ও পরিষেবা পাবেন এলজিবিটি সম্প্রদায়ের গ্রাহক ও কর্মীরা। এমনটাই জানানো হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাক্সিস ব্যাঙ্কের এই উদারনৈতিক মানসিকতাকে হাতিয়ার করে আগামীতে যে নতুন ভাষা খুঁজে পাবে এলজিবিটি আন্দোলন, সে ব্যাপারেও যথেষ্ট আশাবাদী ভারতের সমাজকর্মীরা…
আরও পড়ুন
শরীর অর্ধেক পুঁতে, ইট ছুঁড়ে হত্যা; ভয়াল স্মৃতি এলজিবিটি সম্প্রদায়ের আফগানদের
Powered by Froala Editor
আরও পড়ুন
বিশ্বজুড়ে সর্বাধিক হিংসার শিকার এলজিবিটি ও যৌন অধিকার কর্মীরা