যত দিন যাচ্ছে, ভারতে বিদ্যুতের চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। গ্রামগুলোতেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমছে না। কয়লা, পেট্রোলের ধোঁয়ায় পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। সেই সমস্ত ব্যাপারকে মাথায় রেখে তামিলনাড়ুর একদল ছাত্রছাত্রী তৈরি করল একটা বিশেষ জিনিস। এমন একটি পাখা, যে কিনা নিজেই নিজেই পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবহার করে চার্জ হবে!
ব্যাপারটা অদ্ভুত মনে হলেও, বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে এই জিনিসটিই করে দেখিয়েছে তারা, অর্থাৎ ‘জ্ঞান মিলিশিয়া’ গ্রুপ। আর এর জন্য স্বীকৃতিস্বরূপ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকাও জিতেছে তারা। কিন্তু এই পাখা ঠিক কীভাবে কাজ করে? প্রথমে যেমনভাবে সুইচ অন করলে পাখা ঘোরে, সেরকমভাবেই কাজ হবে। এর সঙ্গে যুক্ত থাকবে একটি চার্জেবল ব্যাটারি। পাখা ঘোরার সঙ্গে সঙ্গেই পাখার যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত হয়ে সেই ব্যাটারিতে মজুত থাকবে। পরবর্তীকালে সেই ব্যাটারি দিয়েই ফ্যান চালানো যাবে। ফলে, বিদ্যুৎ কিছুটা হলেও সাশ্রয় হবে।