কোয়ালাদের শুশ্রূষায় খোদ সেনাবাহিনী, দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার ছবি

প্রায় তিনমাস ধরে জ্বলতে থাকা দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার বন্যপ্রাণ এবং জনজীবন। সেই আগুন নেভাতে এতদিন কালঘাম ছুটে গেছে সেনাবাহিনীর নবম ব্রিগেডের। তবে এখন একটানা বৃষ্টিতে আগুন অনেকটাই নিভে এসেছে। এই সপ্তাহের মধ্যেই দাবানলের দাপট পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তবে এই সময় বিশ্রাম নেওয়ার কথা ভাবছেন না সেনাকর্তারা।

সেনাবাহিনীর নবম বাহিনী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিপন্ন বন্যপ্রাণীদের দিকে। আগুনে অনেক প্রাণী বাসস্থান হারিয়েছে। অনেকেই গুরুতর আহত। বিশেষভাবে বিপর্যস্ত কোয়ালারা। আহত কোয়ালাদের চিকিৎসা ও শুশ্রূষার দায়িত্বও নিয়েছে সেনাবাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেনাবাহিনীর ওই মানবিক দৃশ্যই।

শুধু বন্যপ্রাণীদের সাহায্যেই না, সেইসঙ্গে বিপর্যস্ত মানুষদের সাহায্যেও এগিয়ে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা। ঘরবাড়ি মেরামতির পাশাপাশি মানবিক সহানুভূতি দেওয়ার চেষ্টাও করছেন তাঁরা। আর সেইসঙ্গে আবর্জনা পরিষ্কারের কাজও করছে সেনাবাহিনী। নবম ব্রিগেডের ১৬টি রেজিমেন্টের এই নিরলস পরিশ্রম সারা পৃথিবীর মানুষের প্রশংসা পাচ্ছে। যার সাম্প্রতিকতম নজির দেখা গেল কোয়ালাদের শুশ্রূষা দেওয়ার ছবিতে। সেনাবাহিনীর সদস্য মানেই যে কঠিন হৃদয়, তথাকথিত এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্যে বোধহয় এই একটি দৃশ্যই যথেষ্ট, তাই না?