গোটা দেশজুড়েই বাড়বাড়ন্ত করোনাভাইরাসের। আর সেই কারণেই গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থাগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় একে একে দেশের দিকে পাড়ি দিচ্ছেন অধিকাংশ বিদেশি খেলোয়াড়রা। তবে এই পরিস্থিতিতে সমস্যায় জেরবার অজি ক্রিকেটাররা। কারণ, কয়েকদিন আগেই ভারত থেকে সমস্ত যাত্রীদেরই নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া প্রশাসন।
তবে খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবেই নড়ে চড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার বোর্ডপ্রধান নিক হকলি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকারদের। তাঁদের নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিয়েছে বিসিসিআই-ই। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চ্যাটার্ড বিমানে তাঁদের স্থানান্তরিত করা হবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে। সেখান থেকে অস্ট্রেলিয়ায় উড়ান দেবেন তাঁরা। সংশ্লিষ্ট দেশগুলিতে করোনার সংক্রমণ এখনও পর্যন্ত ভয়াবহ আকার না নেওয়াই, এই দুটি দেশকেই বিকল্প হিসাবে বেছে নেওয়া হচ্ছে বলে জানান হকলি।
তবে সংশয় থেকে যাচ্ছে এখানেও। আগামী ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমানা। আরও বাড়তে পারে মেয়াদ। ফলত, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপে পৌঁছে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে অজিদের। তারপর বিশেষ অনুমোদন পেলে দেশে ফিরতে পারবেন তাঁরা। আগামী কয়েকদিনের মধ্যেই সরকারের থেকে সেই অনুমোদন আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার বোর্ড-প্রধান নিক হকলি। শর্ত, দেশে ফেরার পর সুরক্ষাবিধি মেনে থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে।
এখনও পর্যন্ত ভারতে অবস্থানরত অজিদের মধ্যে প্রাক্তন তারকা ও চেন্নাইয়ের কোচ মাইক হাসিই আক্রান্ত হয়েছেন ভাইরাসে। বাকি খেলোয়াড়দের ফেরা হলেও, তিনি বর্তমানে ভারতেই থাকবেন বলে জানানো হয়েছে। সম্পূর্ণ সুস্থতার পর তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা নেবে বিসিসিআই…
আরও পড়ুন
অলিম্পিকের আগে ক্রোয়েশিয়াই আস্তানা ভারতীয় শুটিং দলের
Powered by Froala Editor
আরও পড়ুন
সীমান্ত ছেড়ে, করোনা মোকাবিলায় এবার সামিল সামরিক চিকিৎসকরাও