অ্যাস্টেরিক্স-স্রষ্টা ইউডেরজো-র আঁকা ছবি নিলামে, অর্থ ব্যয় হবে চিকিৎসার কাজে

করোনা ভাইরাস পৃথিবী থেকে কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। এমন অনেক মানুষও মারা গেছেন, যাঁদের কাজ আমাদের মুগ্ধ করত। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা আপামর ভক্তের কাছে তাঁরা কিংবদন্তি। সেইরকমই একজন হলেন আলবার্ট ইউডেরজো। পৃথিবী বিখ্যাত কমিকস ‘অ্যাসটেরিক্স’-এর স্রষ্টা তিনি। ইউডেরজো চলে গেলেও, থেকে যায় তাঁর কাজ। সেই কাজই বিক্রি করা হল সম্প্রতি। এবং যে বিপুল টাকা পাওয়া গেছে, সবটাই হাসপাতালে চিকিৎসার কাজে দেওয়া হয়েছে।


মার্চ মাসেই ৯২ বছর বয়সে প্যারিসে মারা যান ইউডেরজো। হৃদরোগের কারণে তাঁর মৃত্যু বলে ডাক্তাররা মনে করেছিলেন। সঙ্গে করোনার অস্তিত্বও ধরা পড়ে। খবর সামনে আসার পর অ্যাসটেরিক্স-প্রেমীরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। বাস্তবিকই, গল ও রোমানদের এমন অসাধারণ আখ্যান, অ্যাডভেঞ্চারে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম। রেনে গোসিনি’র সঙ্গে যৌথভাবে শুরু করলেও, ১৯৭৭ সাল থেকে একাই এই কমিকসকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ইউডেরজো। 


করোনার পরিস্থিতিতে জেরবার গোটা বিশ্ব। সেই আঘাত প্রবলভাবে পড়েছে ফ্রান্সে। এমন অবস্থায় সবার পাশে যাতে দাঁড়ানো যায়, সেই কাজই করছেন অনেকে। তারই অংশীদার হলেন আলবার্ট ইউডেরজো’র পরিবার। তাঁর আঁকা চারটে অরিজিনাল, বিখ্যাত ছবি নিলামে রেখেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ‘অ্যাসটেরিক্স অ্যান্ড দ্য সিক্রেট ওয়েপন’, ‘অ্যাসটেরিক্স অ্যান্ড ওবেলিক্স অল দ্য সি’-এর ছবিও। নিলামের মধ্যে দিয়েই ৪ লাখ ২৬ হাজার ডলার উঠে এসেছে। সেই পুরো টাকাটাই প্যারিস হাসপাতালকে দিয়ে দিয়েছেন ইউডেরজো’র পরিবার। যাতে চিকিৎসায় আরও এগোনো যায়, সেটাই আসল কথা। সেই দিকটাই খেয়ালে রেখেছেন এই কিংবদন্তির পরিবার। 

Powered by Froala Editor

Latest News See More