১ টাকায় খাবার, লকডাউনে পুলিশ ও পরিবহনকর্মীদের পাশে আসামের ধাবা মালিক

দেশজুড়ে করোনা আবহের মধ্যে প্রত্যেককেই ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু পরিস্থিতি মোকাবিলার জন্যই কিছু মানুষকে বাইরে থেকে লড়াইটা চালিয়ে যেতেই হচ্ছে। তাঁদের মধ্যে আছেন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী এবং পরিবহন কর্মীরা। তবে মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করার ক্ষেত্রে সংক্রমণের ভয় যেমন থাকছে, তেমনই থাকছে নানা ধরনের সমস্যাও। তার মধ্যে প্রধান হল খাবারের সমস্যা। রাস্তার ধারে দোকানপাট প্রায় সবই বন্ধ। ফলে বাড়ির বাইরে খাবার পাচ্ছেন না অনেকেই। এর মধ্যে তাঁদের সাহায্যের জন্য অভিনব উদ্যোগ নিলেন আসামের এক ধাবা মালিক।

আসামের হোজাই জেলার শঙ্করনগরে একটি ধাবা আছে দেবু সাহার। রাস্তার উপরে এই ধাবায় একবেলার খাবার সারেন অনেকেই। প্রতি থালির দাম সেখানে ৫০ টাকা। তবে এই মহামারীর সময় তিনি সেই খাবার দিচ্ছেন মাত্র ১ টাকার বিনিময়ে। ১ টাকা দিয়ে তাঁর ধাবার কুপন সংগ্রহ করতে পারবেন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী এবং ট্রাক ড্রাইভাররা। আর সেই কুপন দেখালেই মিলবে খাবার।

রীতিমতো প্রাণ সংশয় নিয়ে যাঁরা মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য এই উদ্যোগ নিতে পেরে খুশি দেবু সাহা। সেইসঙ্গে সামাজিক মাধ্যমে অনেক নেটিজেনের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সাহায্য না পেলে এই উদ্যোগ সফল হত না। তাই তাঁদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন দেবু সাহা।