গত বুধবার দেশজুড়ে পালিত হল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। আর তার মধ্যেই খোয়া গেল তাঁর চিতাভস্ম। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এই ঘটনা ঘটেছে।
রেওয়ার লক্ষ্মণবাগের বাপু ভবন মেমোরিয়ালে রাখা থাকত গান্ধীজির চিতাভস্ম। সেই চিতাভস্ম চুরি হওয়ারই ঘটনা ঘটেছে। কংগ্রেস নেতা গুরমিত সিংয়ের প্রথমে নজরে আসে এটা। শুধু তাই নয়, গান্ধীজির ছবিতে এবং পোস্টারে কালি দিয়ে লেখা ছিল ‘দেশদ্রোহী’। তৎক্ষণাৎ পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ এখন গোটা ঘটনার তদন্ত করছে।
ঘটনাটা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। শুধু কংগ্রেসের নেতা-কর্মীরাই নন, দোষীদের শাস্তি চাইছেন এলাকাবাসীরাও। অভিযোগ সত্যি কিনা, এখনও প্রমাণিত হয়নি। কিন্তু রাজনৈতিক হিংসার জল আর কতদূর গড়াবে, আর কতটা নৈরাজ্য দেখতে হবে আমাদের— উত্তর খোঁজার চেষ্টায় মানুষ।