ওভার বাউন্ডারি, শূন্য শরীর ভাসিয়ে ক্যাচ, কিংবা একশো চল্লিশে গোলকনিক্ষেপ মানেই শুধু ক্রিকেট নয়। এসবের পাশাপাশিই ক্রিকেটের অন্যতম অঙ্গ স্ট্র্যাটেজি। ক্রিকেট ধৈর্যের খেলা। রান চেস, কিংবা প্রতিপক্ষকে আটকানোর লক্ষ্য, দুই ক্ষেত্রেই শারীরিক শক্তির সঙ্গেই তাই দরকার পড়ে মানসিক জোরের। ফেন্সিং লাইনের ভেতরে থাকা দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যেই তৈরি হয় অসম্ভব মানসিক চাপ। তাঁদের কথা ভেবেই এবার ক্রিকেটজগতে প্রথমবারের জন্য তৈরি হল নতুন পদ, মনোবিদ।
গত সপ্তাহেই বিজ্ঞাপন দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ঘোষণা করেছিল জাতীয় দলের জন্য মনোবিদ নিয়োগ করার কথা। মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিয়িং লিড, এই বিশেষ পদটির দায়িত্ব খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা এবং তার রিপোর্ট মেডিসিন বিভাগের প্রধানকে নিয়মিত প্রদান করা। যাতে বাইশ গজে ক্রিকেটাররা চাপহীন ভাবে খেলতে পারে, মননিবেশ করতে পারে খেলায়।
উল্লেখ্য, গত বছরের আন্তর্জাতিক খেলায় মানসিক চাপের সমস্যায় ভুগেছিলেন ম্যাক্সওয়েল। একই রকমভাবে ম্যাডিসন এবং পুকোস্কভির ক্ষেত্রেও দেখা দিয়েছিল এই সমস্যা। তার জেরেই বাকি ক্রিকেটারদের বাড়তি মনোবল জোগাতেই এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। লকডাউনের পরবর্তী পর্যায়ে ক্রিকেটের চেহারা যে বদলে যাবে, তা আগেই বলেছিলেন অনেকে। এবার তারই প্রমাণ দিল অস্ট্রেলিয়া। অন্যদিকে মহামারীর এই আবহে পরিবর্তন হতে চলেছে আইসিসি’র-ও নানান নিয়মাবলী।
Powered by Froala Editor