১৯৯৭ সাল। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল বিশ্ব। প্রথম ভারতীয় মহিলা হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন কল্পনা চাওলা। বছর ছয়েক পর ২০০৩ সালে আবার মহাকাশ অভিযান। তবে তাঁর পৃথিবীতে ফেরা হয়নি আর। তারপর প্রায় দু’দশকের ছন্দপতন। এবার দ্বিতীয় মহিলা হিসাবে আবার নতুন ইতিহাস রচনা করতে চলেছেন আরও এক ভারতীয় অ্যাস্ট্রোনট। সিরিশা বান্দলা।
কিছুদিন আগেই অ্যামাজন কর্ণধার জেফ বেজোস জানিয়েছিলেন মহাকাশভ্রমণের কথা। এবার একইভাবে মার্কিন সংস্থা ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনও ঘোষণা করলেন মহাশূন্য পর্যটনে যাবেন তিনি। তবে একা নয়, সঙ্গে পাড়ি জমাবে আরও পাঁচজন সঙ্গী। আর তাঁদের মধ্যেই রয়েছেন সিরিশা। এই মহাশূন্যগামী ট্রিপের ব্যবস্থাপক ও গবেষণার সহকারী সভাপতি হিসাবেই বেছে নেওয়া হয়েছে ভারতীয় তরুণীকে।
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় জন্ম সিরিশার। ভারত থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। সেখানে জর্জিটাইন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেন তিনি। তারপর ২০১৫ সালে ভার্জিন গ্যালাকটিক মার্কিন সংস্থায় সামান্য বিষয় ব্যবস্থাপক হিসাবেই পথচলা শুরু হয়েছিল সিরিশার। তবে ক্রমশ পদোন্নতির পর বর্তমানে মার্কিন সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন ভারতীয় তরুণী। ভার্জিন অরবিটের ওয়াশিংটন অপারেশন প্রকল্পের দায়িত্ব এখন তাঁর কাঁধেই। আর সেই কারণেই মহাকাশভ্রমণের সঙ্গী হিসাবে প্রথম পাঁচ জন সঙ্গীর মধ্যে সিরিশাকেই বেছে নিয়েচেন রিচার্ড ব্র্যানসন।
আগামী ২১ জুলাই ভার্জিন গ্যালাকটিকের প্ল্যাটফর্ম থেকেই উড়ান দেবে তাদের ৪ নং টেস্ট ফ্লাইট। নিউমেক্সিকো থেকে উৎক্ষেপণ হবে মহাকাশযানটির। হাতে আর মাত্র এক সপ্তাহ। আর তারপরেই তৈরি হবে এক নতুন ইতিহাস। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, অপেক্ষার প্রহর গুনছেন সিরিশা…
আরও পড়ুন
৫৪ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার বঙ্গতনয়ার
Powered by Froala Editor