দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় রাজনীতির প্রবাদপ্রতিম বাঙালি নেতা প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সারা দেশ শোকস্তব্ধ। প্রত্যেকেই নিজের মতো করে শোকপ্রকাশ করেছেন। কিন্তু এর মধ্যেই এক বাঙালি শিল্পীর শ্রদ্ধাজ্ঞাপনের ধরণ সবাইকেই অবাক করেছে। নদীয়ার রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ এর মধ্যেই এঁকে ফেলেছেন প্রণব মুখোপাধ্যায়ের সবচেয়ে ছোটো প্রতিকৃতি। ছোট্ট একটি ডালের দানার উপর তিনি এঁকেছেন প্রণব মুখোপাধ্যায়ের মুখ। এক প্রয়াত বাঙালির জন্য আরেক বাঙালির এমন শ্রদ্ধার্ঘ সত্যিই অনবদ্য।
এর আগে নানা ধরনের মিনিয়েচার পোট্রেট তৈরি করে নজর কেড়েছেন মানিক দেবনাথ। ২০১৫ সালে তাঁর তৈরি আড়াই ইঞ্চির পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা অবাক করেছিল সকলকেই। তার আগে থেকেই অবশ্য প্রণব মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি আঁকার ইচ্ছা ছিল তাঁর। মানিকবাবু জানিয়েছেন, মুখোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালে তিনি একটি চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতি ভবনে। তাঁর সঙ্গে দেখা করে নিজের হাতে সেই প্রতিকৃতি তুলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রণব মুখোপাধ্যায় ব্যস্ততার কারণে দেখা করতে না পারলেও চিঠি লিখে তাঁর কাজের প্রশংসা করেছিলেন। কিন্তু তখন আর তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি।
তবে এর মধ্যেই প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর তাঁকে বিচলিত করে তোলে। আর তার পরেই একটি ২ মিলিমিটার ব্যাসের ডালের দানার উপর এঁকে ফেললেন তাঁর মুখ। ৬ ঘণ্টার একটানা পরিশ্রমে সেই কাজ সফল হল। প্রণব মুখোপাধ্যায়ের হাতে সেই প্রতিকৃতি তুলে দেওয়ার সুযোগ আর নেই ঠিকই। তবে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় যদি এই উপহার গ্রহণ করেন, তাহলে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন। এক বাঙালির মৃত্যুতে আরেক বাঙালি এ দুঃখ পাবেন, সেটা তো স্বাভাবিক। তবে এই শোকপ্রকাশের মধ্যেই যে অসামান্য কীর্তির চিহ্ন ফুটে উঠতে পারে, সেটাই দেখালেন মানিক দেবনাথ।
Powered by Froala Editor
আরও পড়ুন
রাষ্ট্রের সঙ্গে পুঁজিবাদের আঁতাত : রিলায়েন্সের উত্থানের পথ সহজ করে দিয়েছিলেন প্রণব?