বিশ্বে প্রথম কৃত্রিম পা বাঘের, অস্ত্রোপচার ভারতেই


দুর্ঘটনার শিকার হয়ে মানুষের হাত, পা বাদ যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। শুধু মানুষ কেন, পথেঘাটে কত কুকুর-বেড়ালকেও পা-হীন অবস্থায় দেখতে পাওয়া যায়। মানুষেরই অবহেলার শিকার হয় তারা তখন। কৃত্রিম হাত-পায়ের সাহায্যে অনেক মানুষই আবার সাধারণ জীবনে ফিরতে সক্ষম হয়েছে। কিন্তু পশুদের ক্ষেত্রে কৃত্রিম পা-এর কথা সচরাচর শোনা যায় না। এমন পরিস্থিতিতেই, জানা গেল এক অবাক-করা খবর। বিশ্বে প্রথমবার, কোনো বাঘকে অস্ত্রোপচার করে লাগানো হবে কৃত্রিম পা।

নাগপুরের গোরেওয়াডা রেসকিউ সেন্টারে চিকিৎসারত পুরুষ বাঘ ৯ বছরের সাহেবরাও। কয়েক বছর আগে শিকারিদের ফাঁদে পড়ে, গ্যাংগ্রিন ও রেনাল ফেলিওরের কারণে একটি পা বাদ পড়ে তার। গত ৬ বছর ধরে প্রবল পায়ের ব্যথায় ভুগছিল সাহেবরাও। এই কারণেই গত বুধবার ওয়াইল্ডলাইফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পশুচিকিৎক ডা. শিরিষ উপাধ্যায়ের নেতৃত্বে ডা. গৌতম ভোজনে এবং ডা. বিনোদ ধুত ৪০ মিনিটের প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরবর্তী অস্ত্রোপচারে লাগানো হবে কৃত্রিম পা। সে-জন্য পায়ের বিভিন্ন রকমের মাপ নিয়ে আইআইটি মুম্বাই-এ পাঠানো হয়েছে। পরবর্তী অস্ত্রোপচারটি ৬ সপ্তাহ পর করা হবে।

Latest News See More