উত্তর মহাসাগর থেকে দ্রুত মুছে যাচ্ছে বরফ, ভয়ঙ্কর বিপর্যয় সামনে

এ-মূহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন। দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় গলে যাচ্ছে দুই মেরুর বরফ। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা। তবুও পরিবর্তন হয়নি মানুষের চিন্তাভাবনার। পরিবেশ নিয়ে সেরকমভাবে সতর্কতা দেখা যায় না বিভিন্ন দেশের নেতা-মন্ত্রীদেরও। কিন্তু পরিস্থিতি হয়ে উঠছে ক্রমশ ভয়ানক। গবেষণায় জানা গেছে, উত্তর মহাসাগরের কিছু অংশ বরফমুক্ত হয়ে পড়বে খুব দ্রুতই। আর এতেই দুশ্চিন্তা বেড়েছে বিজ্ঞানীদের।

অনুমান করা হচ্ছে, ২০৪৪ থেকে ২০৬৭ সালের মধ্যে মহাসাগরের বরফ গলে যাবে অনেকাংশেই। জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব পড়বে বাস্তুতন্ত্রের ওপরও।

গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, উত্তর মহাসাগরের তাপমাত্রা বিশ্বের বাকি অংশের থেকে দ্বিগুণ হারে বেড়ে চলেছে। পৃথিবীর জলবায়ুকে ঠান্ডা রাখতে এই মহাসাগরের ভূমিকা অপরিসীম। সূর্যের তাপে ক্রমশ বরফ গলে যাওয়ায় আগামী দিনগুলিতে বিপদের সম্ভাবনা দেখছে গবেষকরা।

পাল্টাচ্ছে পরিবেশ ও পৃথিবীর জলবায়ু। তার প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে লক্ষ করা গেছে। বিপন্ন হচ্ছে জনজীবন ও অনান্য প্রাণীরা। তবুও টনক নড়ছে না মানবজাতির। পরিবেশ রক্ষার্থে এগিয়ে এসেছে গ্রেটা থুনবার্গের মত কিশোরীরাও। কিন্তু ভবিষ্যত কতটা সুরক্ষিত, সে-প্রশ্ন থেকেই যাচ্ছে।

More From Author See More