করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন সমস্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। এই মহামারীর লড়াইয়ে অন্যতম সৈনিক তাঁরা। তাই তাঁদের কৃতজ্ঞতা জানাতে এগিয়ে এল ভারতীয় সেনাবাহিনী। আজ, ৩ মে, এই উদ্যোগ নেবে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনা - সকলেই। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকা জাহাজগুলিকে সাজানো হবে আলোতে। পুরো কর্মসূচির দায়িত্ব সামলাবেন আর্মি চিফ জেনারেল নারাভানে, নেভি চিফ কারামবীর সিং এবং চিফ অফ এয়ার স্টাফ আর.কে. ভাদুরিয়া।
বিশেষ কিছু হাসপাতালেই কেবলমাত্র আলাদা করে চলছে করোনা ভাইরাসের চিকিৎসা। সে-সমস্ত হাসপাতালের উপরে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা। ব্যবহৃত হবে নেভির হেলিকপ্টারগুলি। এ ছাড়াও ‘ফ্লাই পাস্ট’ করবে বায়ু সেনার দুটি দল। একটি ডিব্রুগড় থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত। অন্যটি শ্রীনগর থেকে তিরুবন্তপুরম পর্যন্ত। তার সঙ্গে প্রতি হাসপাতালে সশস্ত্র বাহিনীর পদাতিক সৈন্যরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন। পরিবেশিত হবে মাউন্টেন ব্যান্ডও।
ভারতের চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন, এই কঠিন সময়ে চিকিৎসাকর্মীরাই প্রাণ বাঁচাচ্ছেন সকলের। এই মুহূর্তে সকলের মধ্যে ঐক্য বজায় রাখার বার্তা দেন তিনি। জানান, সমস্ত চিকিৎসাকর্মীদের উদ্যম জোগানোর জন্যই নেওয়া হচ্ছে এই উদ্যোগ।